মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৫, ২৫ ভাদ্র ১৪৩২

ডাকসুতে দায়িত্ব পালনের সময় সাংবাদিকের মৃত্যু

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ৯, ২০২৫, ০৪:১৪ পিএম

ডাকসুতে দায়িত্ব পালনের সময় সাংবাদিকের মৃত্যু

ছবি - সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় কার্জন হলের সামনে অসুস্থ হয়ে তরিকুল শিবলী (৪০) নামের এক সাংবাদিকের মৃত্যু হয়েছে। তিনি চ্যানেল এস টেলিভিশনের সিটি রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন।আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে দায়িত্ব পালনরত অবস্থায় তিনি হঠাৎ অচেতন হয়ে পড়েন। তার সহকর্মীরা তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার বিবরণ

চ্যানেল এস-এর চিফ রিপোর্টার মোস্তাফিজুর রহমান জানান, তরিকুল শিবলী সকাল থেকে ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহ করছিলেন। টিএসসিতে সংবাদ সংগ্রহের পর তিনি কার্জন হলে যান। সেখানে লাইভ করার পর যখন তিনি এবং তার সহকর্মীরা দুপুরের খাবারের জন্য ফিরছিলেন, তখন কার্জন হলের গেটের সামনে হঠাৎ অচেতন হয়ে পড়ে যান শিবলী।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, তার সহকর্মীরা তাকে হাসপাতালে নিয়ে এসেছেন এবং জানিয়েছেন যে তিনি হঠাৎ অসুস্থ হয়ে মারা গেছেন।

নিহত তরিকুল শিবলীর গ্রামের বাড়ি কুমিল্লার বুড়িচং উপজেলার এতবারপুর গ্রামে। তার দুই মেয়ে সন্তান রয়েছে।