সেপ্টেম্বর ৯, ২০২৫, ০৯:৫৮ এএম
সর্বশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ফিক্সিংয়ের অভিযোগ ওঠার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করেছিল। সেই কমিটি থেকে প্রাথমিক রিপোর্ট পাওয়ার পর এবার অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নতুন আরেকটি কমিটি গঠন করা হয়েছে।
জানা গেছে, বিসিবির পক্ষ থেকে বেশ কয়েকজন ক্রিকেটারকে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টি খেলতে না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তবে অভিযুক্তদের বিরুদ্ধে কী ধরনের প্রমাণ আছে এবং তাদের কী শাস্তি হওয়া উচিত, সে বিষয়গুলো নিশ্চিত করতে এই নতুন কমিটি গঠন করা হয়েছে।
এ ব্যাপারে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, "আমরা একটি তদন্ত রিপোর্ট পেয়েছি। আমাদের তদন্ত দল, যেখানে একজন বিচারপতি, একজন ব্যারিস্টার এবং একজন সাবেক ক্রিকেটার ছিলেন, তারা আমাদের কাছে রিপোর্টের সারাংশ জমা দিয়েছেন। এই সারাংশ আমাদের অনেক চিন্তায় ফেলেছে। যথাযথভাবে এটি বাস্তবায়নের জন্য আমরা একটি কমিটি গঠন করেছি, কারণ আমরা কেউই এ বিষয়ে বিশেষজ্ঞ নই।" তিনি আরও বলেন, খুব শিগগিরই এই কমিটি রিপোর্ট দেবে, যার ভিত্তিতে তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।
বুলবুল আরও জানান, "এখানে সন্দেহের কোনো অবকাশ নেই। একেবারে সুনির্দিষ্ট প্রমাণ না পাওয়া পর্যন্ত কারো বিরুদ্ধে কিছু বলা যাবে না। এজন্যই আমরা কমিটি করে দিয়েছি।" তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, তাদের কাছে কিছু প্রমাণ ও অনুসন্ধানের ফল রয়েছে, কিন্তু আইনি প্রক্রিয়ার মাধ্যমে সঠিক পদক্ষেপ নেওয়ার জন্যই তারা এই নতুন কমিটির রিপোর্টের অপেক্ষা করছেন।