মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৫, ২৫ ভাদ্র ১৪৩২

টানা তৃতীয়বার বিশ্বকাপে তিউনিসিয়া

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ৯, ২০২৫, ১০:১১ এএম

টানা তৃতীয়বার বিশ্বকাপে তিউনিসিয়া

ছবি - সংগৃহীত

টানা তৃতীয়বারের মতো ফুটবল বিশ্বকাপের চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছে তিউনিসিয়া। গতকাল সোমবার (৮ সেপ্টেম্বর) আফ্রিকান অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে ইকুয়েটোরিয়াল গিনিকে ১-০ গোলে হারিয়ে দুই ম্যাচ হাতে রেখেই দলটি ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে।

তিউনিসিয়ার জয়ের নায়ক ছিলেন মিডফিল্ডার মোহামেদ বেন। ম্যাচের যোগ করা সময়ের চতুর্থ মিনিটে জয়সূচক গোলটি করে তিনি দলের বিশ্বকাপ নিশ্চিত করেন।

আট ম্যাচে সাত জয় ও এক ড্র নিয়ে তিউনিসিয়ার পয়েন্ট এখন ২২। সাত ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা নামিবিয়ার পক্ষে কোনোভাবেই আর তিউনিসিয়াকে টপকে যাওয়া সম্ভব নয়। তাই তাদের বিশ্বকাপ যাত্রা নিশ্চিত হয়ে গেছে।

গত দুটি বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হয়েছিল তিউনিসিয়াকে। আফ্রিকা অঞ্চলের বাছাইপর্বে মোট ৯টি গ্রুপে ৬টি করে দল রয়েছে। প্রতিটি গ্রুপের সেরা দল সরাসরি আগামী বছরের ৪৮ দলের বিশ্বকাপে খেলার সুযোগ পাবে।