বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫, ২৬ ভাদ্র ১৪৩২

ডাকসু বর্জন করলাম, সম্পূর্ণ নির্লজ্জ কারচুপির নির্বাচন: উমামা

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ১০, ২০২৫, ০৫:০৭ এএম

ডাকসু বর্জন করলাম, সম্পূর্ণ নির্লজ্জ কারচুপির নির্বাচন: উমামা

ছবি - সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে সম্পূর্ণ নির্লজ্জ কারচুপির নির্বাচন আখ্যা দিয়ে বর্জনের ঘোষণা দিয়েছেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের সহ-সভাপতি (ভিপি) প্রার্থী উমামা ফাতেমা। নির্বাচনের ফলাফল ঘোষণার প্রক্রিয়া চলার মধ্যেই তিনি মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ ঘোষণা দেন।

নিজের ফেসবুক পোস্টে উমামা ফাতেমা লেখেন, "বয়কট! বয়কট! ডাকসু বর্জন করলাম। সম্পূর্ণ নির্লজ্জ কারচুপির নির্বাচন। ৫ আগস্টের পরে জাতিকে লজ্জা উপহার দিল ঢাবি প্রশাসন। শিবির পালিত প্রশাসন।"

এর আগে আরেকটি পোস্টে তিনি ব্যঙ্গ করে লিখেছিলেন, "চলিতেছে সার্কাস। কে কে দেখতেসেন?!"

প্রতিবেদন লেখার সময় পর্যন্ত প্রাপ্ত ফলাফল অনুযায়ী, উমামা চতুর্থ অবস্থানে রয়েছেন। ভিপি পদে বড় ব্যবধানে এগিয়ে আছেন ছাত্রশিবির সমর্থিত প্রার্থী আবু সাদিক কায়েম। দ্বিতীয় এবং তৃতীয় অবস্থানে রয়েছেন যথাক্রমে আবিদুল ইসলাম খান এবং শামীম হোসেন।

মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ডাকসু এবং হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলে। এবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আটটি কেন্দ্রের ৮১০টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এবারের নির্বাচনে মোট ভোটার ছিল ৩৯ হাজার ৮৭৪ জন।

ডাকসুতে ২৮টি পদের জন্য ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। যদিও দিনভর কোনো বড় ধরনের সংঘাত হয়নি, তবে অনেক প্রার্থী একে অপরের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনসহ বিভিন্ন অভিযোগ তোলেন।