বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫, ২৬ ভাদ্র ১৪৩২

ডাকসুর জিএস পদে জয়ী শিবির সমর্থিত প্রার্থী ফরহাদ

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ১০, ২০২৫, ০৯:২৩ এএম

ডাকসুর জিএস পদে জয়ী শিবির সমর্থিত প্রার্থী ফরহাদ

ছবি - সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের সাধারণ সম্পাদক (জিএস) পদে বিজয়ী হয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থী এস এম ফরহাদ। তিনি প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত শেখ তানভীর বারী হামীম ও বামপন্থি প্যানেলের মেঘমল্লার বসুকে বড় ব্যবধানে পরাজিত করেছেন। বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করা হয়।

সকল কেন্দ্রের চূড়ান্ত ফলাফল অনুযায়ী, সাধারণ সম্পাদক (জিএস) পদে এস এম ফরহাদ মোট ১০ হাজার ৭৯৪ ভোট পেয়েছেন, যা সর্বোচ্চ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত শেখ তানভীর বারী হামীম পেয়েছেন ৫ হাজার ২৮৩ ভোট। বাম সমর্থিত মেঘমল্লার বসু ৪ হাজার ৯৪৯ ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন। অন্যান্য প্রার্থীদের মধ্যে বৈষম্যবিরোধী প্যানেলের আবু বাকের মজুমদার ৮৪৫ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী আশিকুর রহমান ৭৭ ভোট পেয়েছেন।

গতকাল মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টা থেকে ফলাফল ঘোষণা শুরু হয়। জগন্নাথ হল ছাড়া বাকি সব হলে এস এম ফরহাদ বড় ব্যবধানে এগিয়ে ছিলেন। কেবল জগন্নাথ হলেই তিনি মাত্র ৫ ভোট পেয়েছেন, যেখানে মেঘমল্লার বসু ১ হাজার ১৭০ এবং হামীম ৩৯৮ ভোট পেয়েছিলেন।

এই নির্বাচনটি দীর্ঘ ছয় বছর পর অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের আটটি কেন্দ্রে ৮১০টি বুথে ভোটগ্রহণ চলে। এবার ডাকসু ও হল সংসদ মিলে মোট ভোটার সংখ্যা ছিল ৩৯ হাজার ৮৭৪ জন। ডাকসুর ২৮টি পদের জন্য ৪৭১ জন প্রার্থী এবং ১৮টি হলের ১৩টি করে মোট ২৩৪টি পদের জন্য ১ হাজার ৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।