সেপ্টেম্বর ১০, ২০২৫, ০৬:১৮ এএম
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ফলাফল ঘোষণা চলছে। এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফলে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আবু সাদিক কায়েম বেশ এগিয়ে রয়েছেন। তার এই অগ্রগতির খবরে শাহবাগ এলাকায় শিবির সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দিনগত রাত আড়াইটার পর থেকে ছাত্রশিবির সমর্থকরা বিভিন্ন স্লোগানে মুখরিত করে রাখে শাহবাগ মোড়। তারা "তুমিও জানো আমিও জানি, সাদিক কায়েম বাংলাদেশি" সহ বিভিন্ন স্লোগান দিতে থাকে। এ সময় জামায়াতে ইসলামীর কর্মীদেরও উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়।
সরেজমিনে দেখা যায়, শিবিরের নেতাকর্মীরা "কথায় কথায় বাংলা ছাড়, বাংলা কি তোর বাপ-দাদার" সহ নানা স্লোগান দিচ্ছে।
ছাত্রশিবিরের ঢাকা মহানগর দক্ষিণের কর্মী আব্দুল্লাহ আল হাদী জাগো নিউজকে বলেন, "আমরা দুপুর থেকেই শান্তিপূর্ণভাবে অপেক্ষা করছি। আশা করছি শীর্ষ তিন পদে শিবিরের তিন জনই থাকবেন। আমরা অপেক্ষা করছি। শিবিরের এই বিজয় জাতীয় রাজনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।"