বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫, ২৬ ভাদ্র ১৪৩২

শীর্ষ তিন পদে জয়ের পথে শিবির সমর্থিতরা

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ১০, ২০২৫, ০৮:৫৬ এএম

শীর্ষ তিন পদে জয়ের পথে শিবির সমর্থিতরা

ছবি - সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ১৮টি হলের ফলাফল ঘোষণা হয়েছে। প্রাপ্ত ফলাফল অনুযায়ী, শীর্ষ দুই পদ—সহ-সভাপতি (ভিপি) এবং সাধারণ সম্পাদক (জিএস)—পদ দুটিতে শিবির সমর্থিত প্রার্থীরাই এগিয়ে রয়েছেন। তবে এখনও আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হয়নি।

শেখ ফজিলাতুন্নেছা মুজিব ও কুয়েত মৈত্রী হলের ফলাফলে ভিপি পদে সাদিক কায়েম যথাক্রমে ৭৪২ ও ৬২৬ ভোট পেয়েছেন। জিএস পদে এস এম ফরহাদ এ দুই হলে ৫৯৫ ও ৪৫৮ ভোট পেয়ে এগিয়ে আছেন।

চারটি হলের ফলাফলে সাদিক কায়েম জসিম উদ্দীন হলে ৬৪৭, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে ৬৭৪, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে ৮৪২ এবং সূর্যসেন হলে ৭৬৯ ভোট পেয়েছেন। এ হলগুলোতে জিএস পদে এস এম ফরহাদ যথাক্রমে ৫৪০, ৫৪৪, ৬৮৩ ও ৫৬৮ ভোট পেয়েছেন।

এএফ রহমান হলে সাদিক কায়েম ৬০২ এবং এস এম ফরহাদ ৫৮৮ ভোট পেয়েছেন। হাজী মুহম্মদ মুহসীন হলে সাদিক কায়েম ৬৩৩ এবং এস এম ফরহাদ ৫০১ ভোট পেয়েছেন। বিজয় একাত্তর হলে সাদিক কায়েম ৯৯১ এবং এস এম ফরহাদ ৭৭৯ ভোট পেয়েছেন।

এই কেন্দ্রে শুধু রোকেয়া হলের ভোট গণনা হয়। ভিপি পদে সাদিক কায়েম ১৪৭২ ভোট পেয়েছেন এবং জিএস পদে এস এম ফরহাদ পেয়েছেন ১১২০ ভোট।

জগন্নাথ হলে ভিপি পদে আবিদুল ইসলাম খান ১২৭৬ ভোট পেয়ে এগিয়ে ছিলেন, যেখানে সাদিক কায়েম পান মাত্র ১০ ভোট। জিএস পদে মেঘ মল্লার বসু ১১৭০ ভোট পেয়েছেন। জহুরুল হক হলে ভিপি পদে সাদিক কায়েম ৮৯৬ এবং জিএস পদে এস এম ফরহাদ ৬৭০ ভোট পেয়েছেন। সলিমুল্লাহ মুসলিম হলে ভিপি পদে সাদিক কায়েম ৩০৩ এবং জিএস পদে এস এম ফরহাদ ২৩৭ ভোট পেয়েছেন।

শামসুন্নাহার হলে ভিপি পদে সাদিক কায়েম ১১১৪ এবং জিএস পদে এস এম ফরহাদ ৮১৪ ভোট পেয়েছেন।

অমর একুশে হলে ভিপি পদে সাদিক কায়েম ৬৪৪ এবং জিএস পদে এস এম ফরহাদ ৪৬৬ ভোট পেয়েছেন। ফজলুল হক হলে সাদিক কায়েম ৮৪১ এবং এস এম ফরহাদ ৫৮৯ ভোট পেয়েছেন। শহীদুল্লাহ হলের ফলাফলে ভিপি পদে সাদিক কায়েম ৯৬৬ এবং জিএস পদে এস এম ফরহাদ ৭৭৩ ভোট পেয়েছেন।

সুফিয়া কামাল হলে ভিপি পদে সাদিক কায়েম ১২৭০ এবং জিএস পদে এস এম ফরহাদ ৯৬৪ ভোট পেয়েছেন।

এবারের ডাকসু নির্বাচনে ২৮টি পদের বিপরীতে প্রার্থী হয়েছিলেন ৪৭১ জন। মোট ভোটার ছিলেন ৩৯ হাজার ৮৭৪ জন।