বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫, ২৬ ভাদ্র ১৪৩২

শাহবাগে শিবিরের উচ্ছ্বাস, চলছে বিজয় উদযাপনের প্রস্তুতি

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ১০, ২০২৫, ০৫:০২ এএম

শাহবাগে শিবিরের উচ্ছ্বাস, চলছে বিজয় উদযাপনের প্রস্তুতি

ছবি- সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ফলাফল ঘোষণা চলছে। ইতোমধ্যে প্রাপ্ত ফলাফলে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী মো. আবু সাদিক (সাদিক কায়েম) তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে বিপুল ভোটে এগিয়ে আছেন। একইসঙ্গে জিএস পদে এসএম ফরহাদ এবং এজিএস পদে মহিউদ্দিন খান-ও এগিয়ে আছেন, যারা শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী।

এই ফলাফলকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথ শাহবাগে ইসলামী ছাত্রশিবির ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস বিরাজ করছে। তারা বিজয় মিছিলের প্রস্তুতি নিচ্ছেন।

শাহবাগের পরিবেশ: মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দিনগত রাত সাড়ে ৩টার দিকে সরেজমিনে দেখা গেছে, শাহবাগে জামায়াত ও শিবিরের সমর্থকদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে। তারা ফলাফলের তথ্য পাওয়ার পর 'শিবির-শিবির' এবং 'সাদিক-ফরহাদ' স্লোগান দিচ্ছেন।

সেখানে উপস্থিত একজন শিবিরকর্মী আরমান বলেন, “দীর্ঘদিন ধরে আমরা নির্যাতিত হয়েছি। ঢাবির হলে হলে আমরা নির্যাতনের শিকার হয়েছি। কোনোভাবে হলে অবস্থান করতে পারিনি। এই বিজয় ঢাবির সব ছাত্র-সমাজের, এই বিজয় বাংলাদেশপন্থিদের।”

নেতৃত্বের নির্দেশনা: তবে এই উচ্ছ্বাসের মধ্যেই বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য মুহাম্মদ দেলোয়ার হোসেন কর্মীদের জন্য কড়া নির্দেশনা দিয়েছেন। তিনি শাহবাগে অবস্থানরত কর্মীদের উদ্দেশ্যে বলেন, "ফলাফল যাই হোক, বিজয়ী হলেও কোনো ধরনের স্লোগান বা মিছিল করা যাবে না। আমাদের কেন্দ্রীয় নির্দেশনা খুব স্পষ্ট।" তিনি শান্তিপূর্ণ অবস্থানের জন্য কর্মীদের ধন্যবাদ জানান।