বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫, ২৬ ভাদ্র ১৪৩২

রোকেয়া হলে সাদিক ১৪৭২ ভোট, আবিদুল ৫৭৫

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ১০, ২০২৫, ০৪:৩৫ এএম

রোকেয়া হলে সাদিক ১৪৭২ ভোট, আবিদুল ৫৭৫

ছবি - সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের রোকেয়া হলের ফলাফল ঘোষণা করা হয়েছে। এই হলে ডাকসুর সাধারণ সম্পাদক (জিএস) পদে এস এম ফরহাদ ১,১২০ ভোট পেয়েছেন।

রোকেয়া হলে ভিপি পদে স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেন ৬৮৪ ভোট পেয়ে এগিয়ে আছেন। এছাড়া স্বতন্ত্র জোটের প্রার্থী উমামা ফাতেমা ৬১৪ এবং ছাত্রদলের প্রার্থী আবিদুল ইসলাম ৫৭৫ ভোট পেয়েছেন।

একই হলে জিএস পদে এস এম ফরহাদ ১,১২০ ভোট পেয়েছেন। এই পদে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মেঘমল্লার বসু পেয়েছেন ৭৮০ ভোট। অন্যান্য প্রার্থীদের মধ্যে আরাফাত চৌধুরী ৬৬৪, তানভীর বারী হামীম ৪৪৭ এবং আবু বাকের মজুমদার ২৪১ ভোট পেয়েছেন।

দীর্ঘ ছয় বছর পর অনুষ্ঠিত ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে। বিশ্ববিদ্যালয়ের আটটি কেন্দ্রে ৮১০টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এবারের নির্বাচনে মোট ভোটার ছিল ৩৯ হাজার ৮৭৪ জন।

ডাকসুর ২৮টি পদের জন্য মোট ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। দিনভর কোনো বড় ধরনের সংঘাত না থাকলেও প্রার্থীদের পক্ষ থেকে নানা অভিযোগ ওঠে।