সেপ্টেম্বর ১০, ২০২৫, ০৪:৩১ এএম
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের সাতটি হলের ফল ঘোষণা হয়েছে। এতে শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী সাদিক কায়েম বিপুল ভোটে এগিয়ে আছেন।
ফলাফল ঘোষিত হলগুলো হলো- শহীদুল্লাহ হল, কার্জন হল, ফজলুল হক মুসলিম হল, অমর একুশে হল, সুফিয়া কামাল হল, শামসুন্নাহার হল ও জগন্নাথ হল।
সাতটি হলের মধ্যে ছয়টিতে সাদিক কায়েম বিপুল ভোটে জয়লাভ করলেও জগন্নাথ হলে তিনি পেয়েছেন মাত্র ১০ ভোট। তার মূল প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী মো. আবিদুল ইসলাম খান পেয়েছেন ১২৭৬ ভোট।
ঘোষণা অনুযায়ী কার্জন হল ভোটকেন্দ্রে ফজলুল হক হলের ফলাফলে ডাকসুর ভিপি পদে আবু সাদিক কায়েম ৮৪১, আবিদুল ইসলাম ১৮১; উমামা ফাতেমা ১৫৩; শামীম হোসেন ১৪১; আবদুল কাদের ৪৭ ও বিন ইয়ামিন মোল্লা ৬ ভোট পেয়েছেন।
অমর একুশে হলের ফলাফলে ডাকসুর ভিপি পদে আবু সাদিক কায়েম ৬৪৪, আবিদুল ইসলাম ১৪১; উমামা ফাতেমা ৯০; শামীম হোসেন ১১১; আবদুল কাদের ৩৬ ও বিন ইয়ামিন মোল্লা ১ ভোট পেয়েছেন।
সুফিয়া কামাল হলের ফলাফলে ডাকসুর ভিপি পদে আবু সাদিক কায়েম ১২৭০; আবিদুল ইসলাম ৪২৩; উমামা ফাতেমা ৫৪৭; আবদুল কাদের ৫৫ ভোট পেয়েছেন।
শামসুন্নাহার হলের ফলাফলে ডাকসুর ভিপি পদে আবু সাদিক কায়েম ১১১৪ ও আবিদুল ইসলাম ৪৩৪ ভোট পেয়েছেন।
জিয়া হলের ফলাফলে ডাকসুর ভিপি পদে আবু সাদিক কায়েম ৮৪১ ও আবিদুল ইসলাম ১৮১ ভোট পেয়েছেন। একই হলে জিএস পদে এস এম ফরহাদ ৫৮৯ ও তানভির বারী হামিম ২২৮ ভোট পেয়েছেন।
শহীদুলাহ্ হলের ফলাফলে ডাকসুর ভিপি পদে আবু সাদিক কায়েম ৯৬৬ ও আবিদুল ইসলাম ১৯৯ ভোট পেয়েছেন। একই হলে জিএস পদে এস এম ফরহাদ ৭৭৩ ও তানভির বারী হামিম ২৪৯ ভোট পেয়েছেন।
উল্লেখ্য, এবারের নির্বাচনে ডাকসুর ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন মোট ৪৭১ জন প্রার্থী। এর মধ্যে নারী প্রার্থী ৬২ জন। সহ-সভাপতি (ভিপি) পদে ৪৫ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৯ জন এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। নারী প্রার্থীদের মধ্যে ভিপি পদে ৫ জন, জিএস পদে একজন ও এজিএস পদে ৪ জন প্রার্থী ছিলেন।