বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫, ২৬ ভাদ্র ১৪৩২

‘শিক্ষার্থীদের রায়কে সম্মান জানাই’, ঘোষণা ছাত্রদল প্রার্থী হামীমের

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ১০, ২০২৫, ০৩:১০ এএম

‘শিক্ষার্থীদের রায়কে সম্মান জানাই’, ঘোষণা ছাত্রদল প্রার্থী হামীমের

ছবি - সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করা ছাত্রদল সমর্থিত প্রার্থী শেখ তানভীর বারী হামিম শিক্ষার্থীদের রায়কে সম্মান জানিয়েছেন। তবে একইসাথে তিনি নির্বাচনে বিভিন্ন কেন্দ্রে অনিয়মের অভিযোগও তুলেছেন।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে ফলাফল ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে হামিম এই ঘোষণা দেন। তিনি দাবি করেন, "আজকের ভোটানুষ্ঠান সার্বিকভাবে উৎসবমুখর হলেও কয়েকটি কেন্দ্রে অনিয়ম হয়েছে। বিশেষ করে গণনার ক্ষেত্রে মেশিনের ত্রুটি, জালিয়াতি এবং কারচুপি পরিলক্ষিত হয়েছে।"

তিনি আরও লেখেন, "ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি মনে করেন এটিই তাদের রায়, তবে আমি সেই রায়কে সম্মান জানাই।" শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে হামিম বলেন, "আমি আপনাদের সাথে ছিলাম, আছি এবং যতদিন থাকবো আপনাদের পাশেই থাকবো।"

এদিকে, হামিমের এমন মন্তব্যের বিপরীত প্রতিক্রিয়া দেখিয়েছেন একই প্যানেলের ভিপি প্রার্থী মো. আবিদুল ইসলাম খান। তিনি একটি পৃথক পোস্টে ফলাফল প্রত্যাখ্যান করে বলেন, "পরিকল্পিত কারচুপির এই ফলাফল দুপুরের পরপরই অনুমান করেছি। নিজেদের মতো করে সংখ্যা বসিয়ে নিন। এই পরিকল্পিত প্রহসন প্রত্যাখ্যান করলাম।"

উল্লেখ্য, দীর্ঘ ছয় বছর পর অনুষ্ঠিত এই নির্বাচনে প্রায় ৮০ শতাংশ ভোট পড়েছে। ডাকসুর ২৮টি পদের জন্য মোট ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।