বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫, ২৬ ভাদ্র ১৪৩২

ঢাবিতে শিবিরের আনন্দ মিছিল, বামদের বিক্ষোভ

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ১০, ২০২৫, ০৩:৫৫ এএম

ঢাবিতে শিবিরের আনন্দ মিছিল, বামদের বিক্ষোভ

ছবি - সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের আংশিক ফলাফল ঘোষণার পর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আনন্দ মিছিল করেছে বিজয়ী ও এগিয়ে থাকা প্যানেলের সমর্থকরা। মঙ্গলবার দিবাগত রাত ২টার পর থেকে এ মিছিল শুরু হয়।

জানা গেছে, অদম্য ২৪ প্যানেলের ভিপি প্রার্থী নাইম হাসান হৃদয়-এর নেতৃত্বে একটি মিছিল আইবিএ ক্যান্টিনের সামনে থেকে শুরু হয়ে কলাভবন, কেন্দ্রীয় লাইব্রেরি হয়ে ডাকসু ভবনের সামনে গিয়ে শেষ হয়।

অন্যদিকে, চারুকলা অনুষদের সামনে থেকে শাহবাগ মোড়ের দিকে বিজয় মিছিল করেন ছাত্রশিবিরের কর্মী-সমর্থকরা। সর্বশেষ খবর অনুযায়ী, ডাকসুর প্রধান পদগুলোতে শিবির সমর্থিত প্রার্থীরা বড় ব্যবধানে এগিয়ে আছেন।

উল্লেখ্য, ডাকসুর ভোটগ্রহণ শুরু হয় মঙ্গলবার সকাল ৮টায় এবং চলে বিকেল ৪টা পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের আটটি কেন্দ্রের ৮১০টি বুথে শিক্ষার্থীদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এবারের নির্বাচনে মোট ভোটার ছিল ৩৯ হাজার ৮৭৪ জন।

ডাকসুর ২৮টি পদের জন্য মোট ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। হল সংসদে ২৩৪টি পদের জন্য লড়েন ১ হাজার ৩৫ জন প্রার্থী। দিনভর কোনো ধরনের বড় সংঘাত ছাড়াই ভোটগ্রহণ হলেও প্রার্থীদের পক্ষ থেকে একে অপরের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনসহ বিভিন্ন অভিযোগ উঠেছিল।