বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫, ২৬ ভাদ্র ১৪৩২

বিপুল ভোটে এগিয়ে থেকেও জগন্নাথ হলে মাত্র ১০ ভোট পেলেন সাদিক

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ১০, ২০২৫, ০৩:৫৩ এএম

বিপুল ভোটে এগিয়ে থেকেও জগন্নাথ হলে মাত্র ১০ ভোট পেলেন সাদিক

ছবি- সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ছয়টি হলের ফলাফল ঘোষিত হয়েছে। এতে ভিপি পদে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী মো. আবু সাদিক (সাদিক কায়েম) তার প্রতিদ্বন্দ্বীদের চেয়ে বিপুল ভোটে এগিয়ে আছেন। তবে ছয়টি হলের মধ্যে পাঁচটিতে তিনি বড় ব্যবধানে জয়লাভ করলেও জগন্নাথ হলের ফলাফল ছিল ভিন্ন।

জগন্নাথ হলের ভিন্ন চিত্র: যে ছয়টি হলের ফলাফল ঘোষণা করা হয়েছে সেগুলো হলো: জগন্নাথ হল, শহীদুল্লাহ হল, কার্জন হল, ফজলুল হক মুসলিম হল, অমর একুশে হল ও সুফিয়া কামাল হল। এর মধ্যে জগন্নাথ হলে ভিপি প্রার্থী সাদিক কায়েম পেয়েছেন মাত্র ১০ ভোট। অথচ তার মূল প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী মো. আবিদুল ইসলাম খান এই কেন্দ্রে পেয়েছেন ১২৭৬ ভোট।

এগিয়ে আছেন সাদিক কায়েম: এই ভিন্নতা সত্ত্বেও সম্মিলিত ফলাফলে সাদিক কায়েমই এগিয়ে আছেন। সর্বশেষ ঘোষিত ফলাফলে দেখা যায়, সাদিক কায়েম মোট ৭০৮৬ ভোট পেয়েছেন, যেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবিদুল ইসলাম খানের ঝুলিতে জমা পড়েছে ৩০৬৫ ভোট।

তবে এই ফলাফল নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন আবিদুল ইসলাম। তিনি তার ফেসবুকে এক পোস্টে একে 'পরিকল্পিত প্রহসন' বলে অভিহিত করে তা প্রত্যাখ্যান করেছেন।

নির্বাচনের প্রেক্ষাপট: দীর্ঘ ছয় বছর পর মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয় ডাকসু নির্বাচন। বিশ্ববিদ্যালয়ের ৮টি কেন্দ্রে ৮১০টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এবারের নির্বাচনে মোট ৩৯ হাজার ৭৭৫ জন শিক্ষার্থী ভোটার ছিলেন, যাদের মধ্যে ৮০ শতাংশের বেশি ভোট দেন।