বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫, ২৫ ভাদ্র ১৪৩২

ডাকসুর ফলাফল নিয়ে ছাত্রশিবির সভাপতির বার্তা

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ৯, ২০২৫, ১০:৩৫ পিএম

ডাকসুর ফলাফল নিয়ে ছাত্রশিবির সভাপতির বার্তা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনের ফলাফল ঘোষণার আগে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম একটি বার্তা দিয়েছেন। তিনি শিক্ষার্থীদের ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবিলা করার আহ্বান জানিয়েছেন।

 

নিজের বার্তায় জাহিদুল ইসলাম বলেন, "বিজয় শিক্ষার্থীদেরই হবে। আমি ইসলামী ছাত্রশিবির সকল দায়িত্বশীল, জনশক্তি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ভাইবোনদের প্রতি অনুরোধ করছি, আপনারা ধৈর্য ও প্রজ্ঞার মাধ্যমে পরিস্থিতি মোকাবিলা করুন। শান্ত থাকুন। কারও ফাঁদে পা দেবেন না। দিনশেষে আপনাদের বিজয় নিশ্চিত ইনশাআল্লাহ।"

 

এদিকে, ভোটগ্রহণ শেষে ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী আবু সাদিক কায়েম ও জিএস পদপ্রার্থী এস এম ফরহাদ একটি সংবাদ সম্মেলন করেন। সেখানে তারা ভোট চলাকালীন বিভিন্ন অনিয়মের অভিযোগ আনেন।

এস এম ফরহাদ বলেন, নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছিল, ভোট দেওয়া ছাড়া কোনো প্রার্থী বুথে ঢুকতে পারবে না। কিন্তু তারা দেখেছেন, ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান প্রত্যেকটা বুথে ঘুরে বেড়িয়েছেন।

তিনি নির্বাচন কমিশনের চিফ রিটার্নিং অফিসারের বিরুদ্ধেও অভিযোগ করেন। তিনি বলেন, প্রার্থীদের বুথে ঢোকার অভিযোগ জানানোর পর রিটার্নিং অফিসার তাদের ফোন দিয়ে বলেন, "বাবা এতক্ষণ যা হইছে হইছে, এখন তোমরা ঢুকতে পারবা।"