বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫, ২৬ ভাদ্র ১৪৩২

ফলাফল ঘোষণার পর শাহবাগে ‘শিবির শিবির’ স্লোগানে জমায়েত

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ১০, ২০২৫, ০৩:২৫ এএম

ফলাফল ঘোষণার পর শাহবাগে ‘শিবির শিবির’ স্লোগানে জমায়েত

ছবি- সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ফলাফল ঘোষণার মধ্যেই শাহবাগ এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা বড় ধরনের জমায়েত করেছেন। এ সময় 'শিবির শিবির' স্লোগানে গোটা এলাকা মুখরিত হয়ে ওঠে, যা ক্যাম্পাসের পরিবেশকে আরও উত্তপ্ত করে তুলেছে।

জমায়েতের বিস্তারিত: প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা থেকেই শাহবাগে ছাত্রদল ও যুবদলের কর্মীরা অবস্থান করছিলেন। কিন্তু রাত বাড়ার সঙ্গে সঙ্গে সেখানে ইসলামী ছাত্রশিবির ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের উপস্থিতি বৃদ্ধি পায়, যা বড় আকার ধারণ করে। এই জমায়েতকে ঘিরে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। পুলিশ ও র‍্যাব সদস্যদের পাশাপাশি দাঙ্গা পুলিশকেও ঢাবির উপাচার্যের বাসভবনের সামনে নিরাপত্তা দিতে দেখা গেছে।

নির্বাচনের প্রেক্ষাপট: মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত ডাকসু নির্বাচনের ৮টি কেন্দ্রে ভোটগ্রহণ শেষে রাত ২টা থেকে হলগুলোতে ফলাফল ঘোষণা শুরু হয়। রাত ৩টা পর্যন্ত পাঁচটি হলের ফলাফলে ভিপি পদে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের মো. আবু সাদিক (সাদিক কায়েম) তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে বিপুল ভোটে এগিয়ে ছিলেন।

দীর্ঘ ছয় বছর পর অনুষ্ঠিত এই নির্বাচনে মোট ৩৯ হাজার ৭৭৫ জন শিক্ষার্থী ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এবারের নির্বাচনে ডাকসুর ২৮টি পদের জন্য মোট ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।