বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫, ২৬ ভাদ্র ১৪৩২

ডাকসু নির্বাচন: ঢাবির সিনেট হলে উপচেপড়া ভিড়, স্লোগানে মুখরিত ক্যাম্পাস

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ১০, ২০২৫, ০১:২৮ এএম

ডাকসু নির্বাচন: ঢাবির সিনেট হলে উপচেপড়া ভিড়, স্লোগানে মুখরিত ক্যাম্পাস

ছবি - সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ফলাফল ঘোষণার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সিনেট হল এখন শিক্ষার্থীদের স্লোগানে মুখরিত। শত শত শিক্ষার্থী, প্রার্থী ও তাদের সমর্থকরা ফলাফল ঘোষণার অপেক্ষায় এই হলে ভিড় জমিয়েছেন, যার ফলে তিল ধারণের ঠাঁই নেই। রাত সোয়া ১১টার দিকে ডাকসু নির্বাচন কাভার করতে আসা সাংবাদিকদের সিনেট হলে ডাকা হলে তাদের সঙ্গে সাধারণ শিক্ষার্থীরাও ভেতরে ঢুকে পড়েন। এতে পুরো হলরুম কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

দীর্ঘ ছয় বছর পর অনুষ্ঠিত হলো বহু প্রতীক্ষিত ডাকসু ও হল সংসদ নির্বাচন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ৮টি কেন্দ্রে অবস্থিত ৮১০টি বুথে সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এবারের নির্বাচনে মোট ৩৯ হাজার ৭৭৫ জন শিক্ষার্থী তাদের ভোটাধিকার প্রয়োগ করেন, যার মধ্যে ছাত্র ভোটার ছিলেন ২০ হাজার ৮৭৩ জন এবং ছাত্রী ভোটার ১৮ হাজার ৯০২ জন। নির্বাচনে ৮০ শতাংশের বেশি ভোট পড়েছে বলে জানা গেছে।

ডাকসুর ২৮টি পদে মোট ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এর মধ্যে ৬২ জন নারী প্রার্থী ছিলেন। সহ-সভাপতি (ভিপি) পদে ৪৫ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৯ জন এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ২৫ জন প্রার্থী লড়েছেন। নারী প্রার্থীদের মধ্যে ভিপি পদে ৫ জন, জিএস পদে একজন ও এজিএস পদে ৪ জন প্রার্থী ছিলেন। রাত ১২টা পর্যন্ত চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়নি, তবে উত্তেজনা আর অপেক্ষার প্রহর গুণছেন সবাই।