সেপ্টেম্বর ১০, ২০২৫, ০১:৪৮ এএম
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোট গণনায় সময় লাগছে। উদয়ন স্কুল কেন্দ্রের প্রধান অধ্যাপক এস এম শামীম রেজা এর কারণ ব্যাখ্যা করেছেন। তিনি জানান, ভোট গণনার আগে ছয় ধরনের ব্যালট বাছাই ও স্ক্যানিং করতে সময় লাগছে।
মঙ্গলবার রাত ১১টার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় অধ্যাপক শামীম রেজা বলেন, প্রথমে হল সংসদের ব্যালটগুলো স্ক্যান করা হচ্ছে। এরপর শুরু হয়েছে ডাকসুর ব্যালট স্ক্যানিংয়ের কাজ।
তিনি জানান, "আমরা এখনো কাউন্টে (গণনা) যাইনি, যেটা আগে আমরা আপনাদের বলেছি। আমরা (হল সংসদের ব্যালট) স্ক্যানিং শেষ করেছি।"
তিনি আরও বলেন, "ডাকসুর ব্যালটগুলোর ভেতরে একটার স্ক্যানিং শেষ করেছি... সেই হিসাবে আমাদের যারা প্রযুক্তির দায়িত্বে আছেন, তাদের কথায় মনে হচ্ছে, আরেকটু সময় লাগবে। মাঝরাত পার হতে পারে।"
অধ্যাপক শামীম রেজা বলেন, এই প্রক্রিয়াটি কোনো "টেকনিক্যাল এরর" নয়। এটি ওএমআর মেশিনের মাধ্যমে ভোট গণনার একটি স্বাভাবিক পদ্ধতি, যেখানে প্রথমে পরীক্ষামূলকভাবে যাচাই করে দেখা হয়।
এছাড়া বিকাল ৪টায় ভোট শেষ হওয়ার পর সব ব্যালট বাক্স একটি কেন্দ্রীয় স্থানে নিয়ে আসা এবং সেগুলো থেকে ছয় ধরনের ব্যালট বাছাই করতেও অনেকটা সময় লেগেছে।