সেপ্টেম্বর ১০, ২০২৫, ০১:১৪ এএম
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণার অপেক্ষায় মঙ্গলবার গভীর রাতে শাহবাগ মোড় ও বিশ্ববিদ্যালয়ের প্রবেশদ্বারে উৎসুক জনতা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে। বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা স্লোগান দিতে থাকলে শাহবাগ মোড়ে যানজটের সৃষ্টি হয়, যা সামলাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে হিমশিম খেতে হয়।
রাত পৌনে ১২টার দিকেও অসংখ্য নেতাকর্মী শাহবাগ মোড়ে জটলা করে ছিলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বারবার মাইকিং করতে থাকে এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হন। রাত সোয়া ১২টা পর্যন্ত পুলিশ জলকামান ও আর্মার্ড পার্সোনেল ক্যারিয়ার (এপিসি) নিয়ে সতর্ক অবস্থানে ছিল।
এর আগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে অযথা ভিড় না করার জন্য জনগণের প্রতি অনুরোধ জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, শান্তিপূর্ণ ভোটগ্রহণের পর ভোট গণনা চলছে এবং অযথা ভিড় করে আইনশৃঙ্খলার অবনতি না ঘটানোর জন্য অনুরোধ করা হয়েছে।
মঙ্গলবার বিকেল থেকে শাহবাগ মোড়ে জামায়াত ও বিএনপির কর্মীরা ভিড় করতে শুরু করেন। তারা নিজ নিজ প্যানেলের প্রার্থীদের জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। জামায়াতের নেতাকর্মীরা দাবি করেন, তারা পুরো প্যানেলে জয়ী হয়েছেন। অন্যদিকে, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা জানান, তাদের সমর্থিত প্রার্থীরা প্রতিটি কেন্দ্রে বিপুল ভোটে এগিয়ে আছেন।