সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ৩১ ভাদ্র ১৪৩২

পাকিস্তানের জাতীয় সংগীতের বদলে এশিয়া কাপে বাজল ‘জালেবি বেবি’

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ১৫, ২০২৫, ১০:২৮ এএম

পাকিস্তানের জাতীয় সংগীতের বদলে এশিয়া কাপে বাজল ‘জালেবি বেবি’

ছবি - সংগৃহীত

এশিয়া কাপের হাইভোল্টেজ ভারত-পাকিস্তান ম্যাচের আগে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এক বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়। ম্যাচের শুরুতে যখন পাকিস্তানের জাতীয় সংগীত বাজানোর কথা, তখন হঠাৎ করেই স্টেডিয়ামের স্পিকারে বেজে ওঠে জনপ্রিয় গান 'জালেবি বেবি'।

প্রায় ছয় সেকেন্ড ধরে এই গান বাজার পর খেলোয়াড় ও দর্শকদের মধ্যে হতবাক পরিস্থিতি তৈরি হয়। এরপর দ্রুত ভুল শুধরে নিয়ে পাকিস্তানের জাতীয় সংগীত বাজানো হয়। তবে এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা দ্রুত আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।

এর আগে টসের সময়ও দুই দলের অধিনায়ক সালমান আলী আগা এবং সূর্যকুমার যাদব করমর্দন এবং চোখে চোখ রাখা এড়িয়ে যান, যা ম্যাচে শুরু থেকেই এক ধরনের চাপা উত্তেজনা তৈরি করে।

মাঠের পারফরম্যান্সে অবশ্য ভারত সহজেই জয় তুলে নেয়। পাকিস্তানের ব্যাটিং বিপর্যয়ের সুযোগ কাজে লাগিয়ে ভারত ৭ উইকেটে ম্যাচ জিতে নেয়।