সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ৩১ ভাদ্র ১৪৩২

হেসে খেলেই পাকিস্তানকে হারাল ভারত

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ১৫, ২০২৫, ১০:০০ এএম

হেসে খেলেই পাকিস্তানকে হারাল ভারত

ছবি - সংগৃহীত

দুবাইয়ে এশিয়া কাপের ম্যাচে হেসে খেলেই পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়েছে ভারত। পাকিস্তানের দুর্বল ব্যাটিংয়ের সুযোগ কাজে লাগিয়ে ভারতীয় বোলার ও ব্যাটাররা দাপট দেখিয়েছেন। ম্যাচের ফলাফল এসেছে ১৫.৫ ওভারেই।

টস জিতে ব্যাটিংয়ে নেমে পাকিস্তান শুরু থেকেই ছিল নড়বড়ে। ইনিংসের প্রথম বলেই শূন্য রানে আউট হন ওপেনার সাইম আইয়ুব। এরপর দলের ব্যাটিং অর্ডারে ধস নামে।

সাহিবজাদা ফারহান ৪০ রান করলেও তার ধীরগতির ব্যাটিং দলকে চাপে ফেলে দেয়। শেষদিকে শাহিন শাহ আফ্রিদির ১৬ বলে ৩৩ রানের ঝড়ো ইনিংসের সুবাদে পাকিস্তান কোনোমতে ১২৭ রানে পৌঁছাতে সক্ষম হয়।

ভারতীয় বোলারদের মধ্যে কুলদীপ যাদব (৩/১৮) এবং অক্ষর প্যাটেল (২/১৮) সবচেয়ে সফল ছিলেন।

জবাবে ভারত শুরু থেকেই আক্রমণাত্মক ছিল। অভিষেক শর্মা ১৩ বলে ৩১ রানের ঝোড়ো ইনিংস খেলে দলের জয়ের ভিত গড়ে দেন। এরপর সূর্যকুমার যাদব (৪৭*) এবং তিলক ভার্মা (৩১) শান্ত ও নিয়ন্ত্রিত ব্যাটিং করে দলের জয় নিশ্চিত করেন।

ভারতীয় ব্যাটারদের দাপটে ম্যাচটি একপেশে হয়ে যায় এবং এশিয়া কাপের ইতিহাসে ভারত-পাকিস্তান লড়াইয়ের সেই চিরচেনা উত্তেজনা এবার দেখা যায়নি।

পাকিস্তান: ১২৭/৯ (সাহিবজাদা ৪০, আফ্রিদি ৩৩*; কুলদীপ ৩/১৮)

ভারত: ১৩১/৩ (সূর্যকুমার ৪৭*, অভিষেক ৩১; সাইম আইয়ুব ৩/৩৫)

ফল: ভারত ৭ উইকেটে জয়ী