রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ৩০ ভাদ্র ১৪৩২

শামির জীবনে সবচেয়ে বড় ভুল কী, জানালেন নিজেই

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ১৪, ২০২৫, ০৭:২৬ পিএম

শামির জীবনে সবচেয়ে বড় ভুল কী, জানালেন নিজেই

ছবি - সংগৃহীত

ভারতের তারকা ক্রিকেটার মোহাম্মদ শামি সম্প্রতি এক টিভি অনুষ্ঠানে তার ব্যক্তিগত জীবন নিয়ে অকপটে কথা বলেছেন। তিনি জানিয়েছেন, তার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল বিয়ে করা।

সম্প্রতি একটি টিভি অনুষ্ঠান 'আপ কি আদালতে' শামি বলেন, "আমার জীবনের সবচেয়ে বড় ভুল বিয়ে। আমি কাউকে দোষারোপ করতে চাই না। আমার ভাগ্যটাই খারাপ।" তিনি আরও বলেন, সর্বোচ্চ পর্যায়ে খেলার সময় একদিকে বাড়ির পরিস্থিতি সামলানো, অন্যদিকে দেশের হয়ে ভালো পারফর্ম করা—এই ধরনের পরিস্থিতি তাকে প্রচণ্ড মানসিক চাপের মধ্যে ফেলেছিল।

ব্যক্তিগত জীবন: শামি ২০১৪ সালে মডেল ও অভিনেত্রী হাসিন জাহানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তবে, ২০১৮ সালে পারিবারিক কলহের জেরে তাদের বিচ্ছেদ ঘটে। বিবাহ বিচ্ছেদের সেই মামলা এখনও চলছে। এই কঠিন সময়ে তিনি তার সতীর্থদের, বিশেষ করে বিরাট কোহলির, কাছ থেকে অনেক সহায়তা পেয়েছেন বলেও জানান।

ক্রিকেট ক্যারিয়ার: শামি ২০১৩ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেন। টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টি মিলিয়ে তিনি ভারতের হয়ে আড়াইশোর বেশি ম্যাচ খেলেছেন। ব্যক্তিগত জীবনের টানাপোড়েন সত্ত্বেও তিনি আন্তর্জাতিক ক্রিকেটে তার সাফল্য ধরে রেখেছেন।