রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ৩০ ভাদ্র ১৪৩২

রাকসুর ভোট গণনা হবে ওএমআর মেশিনে, জানালেন ইসি

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ১৪, ২০২৫, ০৭:৪১ পিএম

রাকসুর ভোট গণনা হবে ওএমআর মেশিনে, জানালেন ইসি

ছবি- সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ও হল সংসদের ভোট গণনা হাতে নয়, বরং ওএমআর পদ্ধতিতে করা হবে। রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে কোষাধ্যক্ষ কার্যালয়ের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান রাকসু প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম

এর আগে শনিবার (১৩ সেপ্টেম্বর) ছাত্রদল ও রাকসু ফর রেডিক্যাল চেঞ্জ নামের দুটি প্যানেল ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনার দাবি জানিয়েছিল। তারা জাতীয় ও অন্যান্য বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে কারচুপির আশঙ্কা প্রকাশ করে।

রাকসু ফর রেডিক্যাল চেঞ্জ প্যানেলের ভিপি প্রার্থী মেহেদী মারুফ বলেন, "আমরা চাই, প্রশাসন বেশি জনবল নিয়োগ করে ম্যানুয়ালি ভোট গণনা করুক।" একই ধরনের দাবি জানান ছাত্রদল প্যানেলের ভিপি পদপ্রার্থী শেখ নূর-উদ্দীন আবীর। তিনি বলেন, "আমরা চাই না ডাকসু ও জাকসুতে নির্বাচন নিয়ে যে বিতর্ক হয়েছে, তা রাকসুতে হোক।"

এই দাবির পরিপ্রেক্ষিতে প্রধান নির্বাচন কমিশনার ড. এফ নজরুল ইসলাম বলেন, "জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ম্যানুয়ালি ভোট গণনা নিয়ে তারা কী রকম সমস্যায় পড়েছে সেটা আমরা দেখেছি।" তিনি আরও বলেন, রাকসু, সিনেট ও হল সংসদ মিলিয়ে মোট ভোটার ২৮ হাজার ৯০৫ জন। হাতে গণনা করা হলে ফলাফল পেতে কয়েক দিন সময় লাগবে, যা সম্ভব নয়। তাই ওএমআর শিটে ভোটগ্রহণ হবে এবং ফলাফল গণনা করা হবে ওএমআর মেশিনে।

এবারের রাকসু নির্বাচনে মোট ২৮ হাজার ৯০৫ জন ভোটার রয়েছেন। কেন্দ্রীয় ছাত্র সংসদের ২৪৮ জন ও সিনেটে ৫৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।