রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ৩০ ভাদ্র ১৪৩২

প্রথম দিনে চাকসু নির্বাচনের মনোনয়ন তুললেন ২৮ প্রার্থী

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ১৪, ২০২৫, ০৭:১৭ পিএম

প্রথম দিনে চাকসু নির্বাচনের মনোনয়ন তুললেন ২৮ প্রার্থী

ছবি - সংগৃহীত

দীর্ঘ ৩৫ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) এবং হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে। রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে চাকসু নির্বাচন কমিশনের কার্যালয়ে এই কার্যক্রম শুরু হয়।

প্রথম দিনে কেন্দ্রীয় সংসদের জন্য ২৬ জন এবং হল সংসদের জন্য ২ জনসহ মোট ২৮ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে, সহ-সভাপতি (ভিপি) পদে ৭ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ২ জন এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ২ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

প্যানেল ও প্রার্থীরা:

  • ‘দ্রোহ পর্ষদ’: ছাত্র ইউনিয়ন ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের এই জোট প্যানেল থেকে ভিপি পদে ঋজু লক্ষী অবরোধ, জিএস পদে ইফাজ উদ্দিন আহমেদ এবং এজিএস পদে শেখ জুনায়েদ কবির নির্বাচন করবেন।

  • স্বতন্ত্র প্রার্থীরা: ভিপি পদে প্রথম মনোনয়নপত্র তুলেছেন নাট্যকলা বিভাগের শিক্ষার্থী হাবিবুর রহমান। তিনি জানান, দলীয় বলয়ের বাইরে গিয়ে তিনি শিক্ষার্থীদের অধিকার আদায়ে কাজ করতে চান। ক্রীড়া সম্পাদক পদেও প্রথম মনোনয়ন তুলেছেন স্বতন্ত্র প্রার্থী তায়েফুল আলম।

  • ছাত্র অধিকার পরিষদ: এই সংগঠনটি 'চাকসু ফর রেপিড চ্যাঞ্জ' নামে এককভাবে নির্বাচন করবে এবং আগামী ১৬ সেপ্টেম্বর মনোনয়ন ফরম তুলবে।

চাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন বলেন, প্রথম দিনেই প্রার্থীরা ফরম নিতে এসেছেন এবং পরিবেশ শান্তিপূর্ণ রয়েছে। প্রার্থীদের ডোপ টেস্টের পর মনোনয়নপত্র জমা দিতে হবে বলে তিনি জানান।

নির্বাচনী তফসিল:

  • মনোনয়নপত্র জমা: ১৫ থেকে ১৭ সেপ্টেম্বর

  • ভোট গ্রহণ: ১২ অক্টোবর, সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত

নির্বাচনী আচরণবিধি অনুযায়ী, মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার সময় কোনো মিছিল করা যাবে না এবং পাঁচজনের বেশি সমর্থক নিয়ে আসা যাবে না।