রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ৩০ ভাদ্র ১৪৩২

চাকসুর মনোনয়নপত্র বিতরণ শুরু

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ১৪, ২০২৫, ০৫:২০ পিএম

চাকসুর মনোনয়নপত্র বিতরণ শুরু

ছবি - সংগৃহীত

দীর্ঘ ৩৫ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে। রোববার (১৪ সেপ্টেম্বর) সকালে চাকসু নির্বাচন কমিশনের কার্যালয় থেকে মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম শুরু হয়।

প্রথম দিনেই কেন্দ্রীয় সংসদের ভিপি (সহ-সভাপতি) পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন নাট্যকলা বিভাগের শিক্ষার্থী হাবিবুর রহমান। কেন্দ্রীয় সংসদের প্রতিটি মনোনয়ন ফরমের ফি ৩০০ টাকা এবং হল সংসদের জন্য ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

চাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন জানান, প্রথম দিন থেকেই প্রার্থীরা ফরম নিচ্ছেন এবং আশা করা হচ্ছে আরও অনেক প্রার্থী আসবেন। তিনি বলেন, পরিবেশ শান্তিপূর্ণ রয়েছে এবং নিরাপত্তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

নির্বাচনী তফসিল:

  • মনোনয়নপত্র জমা: ১৫ থেকে ১৭ সেপ্টেম্বর

  • যাচাই-বাছাই: ১৮ সেপ্টেম্বর

  • প্রাথমিক তালিকা প্রকাশ: ২১ সেপ্টেম্বর

  • প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়: ২৩ সেপ্টেম্বর

  • চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ: ২৫ সেপ্টেম্বর

  • ভোট গ্রহণ: ১২ অক্টোবর, সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত

নির্বাচনী আচরণবিধি অনুযায়ী, মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার সময় কোনো ধরনের মিছিল বা শোভাযাত্রা করা যাবে না এবং পাঁচজনের বেশি সমর্থক নিয়ে আসা যাবে না।