রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ৩০ ভাদ্র ১৪৩২

ভারতের ঢলে ৪ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ১৪, ২০২৫, ০৬:৪৮ পিএম

ভারতের ঢলে ৪ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা

ছবি - সংগৃহীত

ভারতের পাহাড়ি ঢল এবং উজানে ভারী বৃষ্টিপাতের কারণে রংপুর বিভাগের ৪টি জেলায় বন্যা দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী এবং রংপুর জেলার নদী তীরবর্তী নিম্নাঞ্চলগুলো প্লাবিত হতে পারে।

রোববার দুপুরে পাউবো থেকে দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর বিভাগের প্রধান নদ-নদী তিস্তা, ধরলা এবং দুধকুমারের পানি আগামী ৩ দিন ধরে বৃদ্ধি পাবে। এই সময়ে তিস্তা ও দুধকুমার নদীর পানি বিপদসীমা অতিক্রম করতে পারে।

পাউবো কুড়িগ্রামের নির্বাহী প্রকৌশলী“নদ-নদীর পানি বাড়ছে। তিস্তা ও দুধকুমার নদের পানি বিপদসীমা অতিক্রম করার পূর্বাভাস রয়েছে। কুড়িগ্রামে দুধকুমারের নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। অন্যান্য নদ-নদীর পানি বাড়লেও তা বিপদসীমায় পৌঁছার সম্ভাবনা কম। দুই-তিন দিন পর পানি দ্রুত নেমে যেতে পারে।”

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে জানানো হয়েছে, পশ্চিম-মধ্য ও সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট একটি লঘুচাপ বর্তমানে ভারতের উত্তর তেলেঙ্গানা ও সংলগ্ন অঞ্চলে অবস্থান করছে। গত ২৪ ঘণ্টায় দেশের অভ্যন্তরে সিলেট, ময়মনসিংহ, চট্টগ্রাম ও রংপুর বিভাগে এবং উজানে ভারতের ত্রিপুরা, পশ্চিমবঙ্গ ও আসাম প্রদেশে ভারী থেকে অতি-ভারী বৃষ্টিপাত হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আগামী ৭২ ঘণ্টা (১৪ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে ১৭ সেপ্টেম্বর সকাল ৯টা পর্যন্ত) দেশের রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে এবং ভারতের মেঘালয়, আসাম, পশ্চিমবঙ্গ, সিকিম, বিহার ও ত্রিপুরা প্রদেশে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এর ফলে রংপুর বিভাগের তিস্তা ও দুধকুমার নদীর পানি আরও বাড়বে এবং বিপদসীমা অতিক্রম করতে পারে।