সেপ্টেম্বর ১২, ২০২৫, ০৯:৫২ এএম
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে আলোচিত ভিপি প্রার্থী জামাল উদ্দীন খালিদ সম্প্রতি তার ফেসবুক পোস্টে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির, চরমোনাই পীরের বিরুদ্ধে কড়া মন্তব্য করেছেন। ছাত্রশিবিরের বিজয়কে "ইসলামপন্থার বিজয়" আখ্যা দেওয়ার কারণে তিনি এই সমালোচনা করেন।
বৃহস্পতিবার রাতে দেওয়া এক পোস্টে জামাল উদ্দীন খালিদ লিখেছেন, "ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর রাজনৈতিক আত্মাহুতি দেখে কষ্টই লাগছে।
একটি দল কিভাবে নিজ হাতে তার রাজনীতি নাই করে দিতে পারে, এর উদাহরণ হতে যাচ্ছে চরমোনাই পীর সাহেবের দলটি। এরচেয়ে কষ্ট লেগেছে পীর সাহেবের পক্ষ থেকে একটি দলের বিজয়কে ইসলামপন্থার বিজয় হিসেবে আখ্যা দেওয়া দেখে। তারা তো নিজেরাও এমন কথা বলেনি।"
তিনি মনে করেন, শিবিরের এই বিজয়কে ইসলামপন্থা হিসেবে দেখা ঠিক নয়। তার মতে, এটি "অ্যান্টি-ইস্টাবলিশমেন্ট সিম্প্যাথি গেইন করতে পারার ফল হিসেবে পাওয়া বিজয়।"
জামাল খালিদ আরও বলেন, "রাজনীতি থেকে 'ইসলামপন্থা' শব্দটার কবর দেওয়া উচিত। এই শব্দের ভুল ব্যবহারে শ্রেণী হিসেবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় ইসলামপন্থীরাই। যখন যার মনে চায়, এই শব্দ ব্যবহার করে আখের গোছায়। এটা আরেকটা মুক্তিযুদ্ধ অথবা চব্বিশের চেতনা মার্কা শব্দ।"
তার মতে, "হেরে যাওয়া শাসনতন্ত্র প্যানেল, অধিকার পরিষদের প্যানেল, ছাত্রদলের প্যানেল সহ বড় অংশকেই আমি ইসলামপন্থী মনে করি।"