শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫, ২৮ ভাদ্র ১৪৩২

ইসরায়েলি হামলা থেকে যেভাবে বেঁচে গেলেন হামাস নেতারা

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ১২, ২০২৫, ১১:৪৬ এএম

ইসরায়েলি হামলা থেকে যেভাবে বেঁচে গেলেন হামাস নেতারা

ছবি - সংগৃহীত

কাতারে ইসরায়েলি বিমান হামলা থেকে হামাস নেতারা অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন। একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের দাবি, হামাস নেতারা নিজেদের মোবাইল ফোন এক জায়গায় রেখে অন্যত্র নামাজ পড়তে গিয়েছিলেন। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা তাদের মোবাইল ফোনের অবস্থান ট্র্যাক করে হামলা চালালেও, হামাস নেতারা অন্যত্র থাকায় অক্ষত থাকেন। এই খবর জানিয়েছে ব্রিটেনের আরবি গণমাধ্যম আশার্ক আল আওসাত, যা পরে জেরুজালেম পোস্ট এবং জিউস ক্রনিকালসের মতো গণমাধ্যমও নিশ্চিত করেছে।

গত মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ইসরায়েল কাতারে হামাস নেতাদের অবস্থান লক্ষ্য করে একের পর এক বিমান হামলা চালায়। গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য হামাসের প্রধান খলিল আল হায়া-সহ সংগঠনটির শীর্ষ নেতারা একটি আবাসিক ভবনে অবস্থান করছিলেন। হামলার পর ভবনটি ক্ষতিগ্রস্ত হলেও নেতারা প্রাণে বেঁচে যান। এই হামলায় ছয়জন নিহত হন, যাদের মধ্যে পাঁচজন ছিলেন ফিলিস্তিনি।

গণমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলি গোয়েন্দা সংস্থা হামাস নেতাদের মোবাইল ফোন ট্র্যাক করে তাদের অবস্থান নিশ্চিত হয় এবং সেই অনুযায়ী ক্ষেপণাস্ত্র হামলা চালায়। তবে মোবাইল ফোনগুলো ভবনে রেখেই নেতারা নামাজ পড়তে গিয়েছিলেন। ফলে তারা হামলার সময় সেখানে উপস্থিত ছিলেন না। মোবাইল ফোন ট্র্যাক করে হামলার ঘটনা নতুন নয়। এর আগে ইরানেও একই কায়দায় হামাস নেতা ইসমাইল হানিয়াসহ কয়েকজন শীর্ষ ইরানি কর্মকর্তা নিহত হয়েছিলেন।