সেপ্টেম্বর ১২, ২০২৫, ১০:৪৯ এএম
বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টকশোতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাকসু নির্বাচন নিয়ে তার মতামত ব্যক্ত করেছেন। তিনি বলেন, সারা দিন ধরে নির্বাচনের আপডেট এসেছে এবং ছাত্রদল ও শিবিরসহ অন্যান্য প্যানেলের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়েছে। এই প্যানেলগুলো এবং কিছু স্বতন্ত্র প্রার্থী নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ এনেছে।
তিনি অভিযোগ করেন, "একটি হলে ২৯৯টি ভোট, কিন্তু সেখানে ৪০০টি ব্যালট পেপার কেন গেল? বলা হয়েছে ১০ থেকে ২০ শতাংশ বেশি ব্যালট পেপার ছাপানো হয়েছে।" তিনি আরও বলেন, ভোটারদের ছবিযুক্ত তালিকা করার কথা থাকলেও তা করা হয়নি, যার কারণে যে কেউ ভোট দেওয়ার সুযোগ পেয়েছে বলে প্রার্থীরা সন্দেহ করছেন। তিনি বলেন, এমন পরিবেশের কারণে যারা আসলে ভোটার নন, তারাও ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন।
রুমিন ফারহানা জানান, কেবল ছাত্রদলই নয়, অন্য প্যানেলগুলোও নির্বাচনকে স্বচ্ছ ও পরিচ্ছন্ন মনে করছে না এবং প্রশাসনের দায়িত্ব সঠিকভাবে পালন নিয়ে প্রশ্ন তুলেছে। তিনি বলেন, বিএনপি এই নির্বাচন বর্জনের কারণ খুব স্পষ্টভাবে উল্লেখ করেছে। তিনি এই কারণগুলোকে অজুহাত হিসেবে না দেখে জনগণের বিচার হিসেবে বিবেচনা করার আহ্বান জানান।