সেপ্টেম্বর ১১, ২০২৫, ১১:০০ এএম
সদ্য সমাপ্ত ডাকসু নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্যানেলের বিজয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনা চলছে। এই প্যানেলের সদস্য প্রার্থী সাবিকুন নাহার তামান্না সর্বোচ্চ ১০ হাজার ৮৪ ভোট পেয়েছেন। তার বিজয়ের পর সিনেট ভবনে 'হিজাব হিজাব' স্লোগান শোনা যায়, যা নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে।
এই বিতর্কের মধ্যে এনসিপির সাবেক নেত্রী নীলা ইসরাফিল তার ফেসবুক পোস্টে এই প্রসঙ্গে কড়া মন্তব্য করেছেন। তিনি ডাকসুকে 'হিজাবসু' বলে অভিহিত করেন। তার পোস্টে তিনি শিবিরের রাজনীতি এবং হিজাব ইস্যু নিয়ে প্রশ্ন তোলেন।
নীলা ইসরাফিল তার পোস্টে লেখেন, 'ডাকসু নির্বাচন শেষ হলো, কী দেখছি? শিবিরের প্যানেল ল্যান্ডস্লাইড জয় পেল, কিন্তু জেতার পরেও তারা দেশ গোছানোর কথা না বলে হিজাব হিজাব করে শোরগোল করছে। আরে গাধা, হিজাব দিয়ে কি বৃষ্টির পানি আটকাবি, না গ্যাস বিল কমাবি? দেশে প্রতিদিন নারীদের ওপর ধর্ষণ হচ্ছে, মামলা ঝুলছে, আর এই লোকেরা হিজাব নিয়ে ব্যস্ত। নারীদের নিরাপত্তা নিয়ে কোনো চিন্তা নেই, শুধু হিজাবের রাজত্ব!'
তিনি আরও লেখেন, 'যে দেশে নারীদের সম্মান নেই, সেই দেশে গায়ে কাপড় চাপাতে হয়। ভাই, প্রথমে তোর নিজের মাথা কাপড়ে মুড়িয়ে ফেল, তারপর মেয়েদের মাথায় চাপাবি। দেশের গরিব মানুষ খেতে পায় না, তরুণরা চাকরি পায় না, আর তুই ধর্ম ব্যবসার লুঙ্গি মেরে মঞ্চে উঠে গলা ফাটাচ্ছিস! মাইরের উপর মাইর, এইটা ডাকসু না, এক্কেবারে "হিজাবসু"!'
নীলা ইসরাফিল জোর করে মেয়েদের ওপর কাপড় চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে লেখেন, 'শুনে রাখ, বাংলার মাটিতে তোর ওই জঙ্গি ঠেলাঠেলি চলবে না। নারীদের গায়ে জোর করে কাপড় চাপাতে চাইলে, প্রথমে তোর নিজের মুখটা কাপড় দিয়ে মুড়াইস।'
নীলা ইসরাফিলের এই মন্তব্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও অন্যান্য গণমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। তার এই পোস্টের পক্ষে-বিপক্ষে বিভিন্ন মন্তব্য আসছে।