সেপ্টেম্বর ১১, ২০২৫, ০১:৫২ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নবনির্বাচিত ভিপি মো. আবু সাদিক (সাদিক কায়েম) বলেছেন, শিক্ষার্থীরা যখনই প্রশ্ন করবে, তারা তখনই জবাব দেবেন। শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণের জন্য কাজ করাই তাদের মূল লক্ষ্য। তিনি বলেন, “শিক্ষার্থীদের যেকোনো সময় আমাদেরকে প্রশ্ন করতে পারবে। আমাদের কাজ হচ্ছে সেটি করা।”
বৃহস্পতিবার রাজধানীর রায়েরবাজারে জুলাই মাসের শহীদ ও একাত্তরের শহীদদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডাকসু ভিপি এসব কথা বলেন। এর মাধ্যমে নির্বাচনে বিজয়ী ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্যানেল তাদের কার্যক্রম শুরু করেছে। তবে ছাত্র সংসদের মূল কাজ দায়িত্ব নেওয়ার পর শুরু হবে বলে তিনি জানান।
সাদিক কায়েম বলেন, “শিক্ষার্থীরা প্রশ্ন করবে, আমরা কাজ করব।” তিনি আশা প্রকাশ করেন, তাদের মেয়াদের মধ্যে শহীদদের আকাঙ্ক্ষা অনুযায়ী ক্যাম্পাসকে সাজিয়ে তুলবেন এবং একটি স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণ করবেন। তিনি বলেন, “শহীদরা আমাদের প্রেরণার বাতিঘর। তারা আমাদের রাস্তা দেখিয়েছে।” তিনি শহীদদের আদর্শে বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার করেন।
তিনি আরও বলেন, “জুলাই বিপ্লবে যে দুই হাজার ভাই-বোন শহীদ হয়েছেন, তাদের প্রত্যাশাগুলো পূরণ করাই আমাদের মূল কাজ। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই আমরা সেটা শুরু করতে চাই।”
এ সময় সাধারণ সম্পাদক (জিএস) পদে জয়ী এস এম ফরহাদ বলেন, নির্বাচিত প্রতিনিধিদের কাজ আনুষ্ঠানিক দায়িত্ব নেওয়ার পর শুরু হবে। তবে তার আগেই তারা ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে শহীদদের স্মরণ করছেন। তিনি বলেন, “জুলাই শহীদদের যে আমানত আমাদের ওপর অর্পিত হয়েছে, সুন্দর ক্যাম্পাস গড়ার জন্য, তাদের আত্মত্যাগের মূল্য যাতে আমরা আমাদের কাজের মাধ্যমে দিতে পারি।”
এ সময় সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে নির্বাচিত মুহিউদ্দিন খানসহ ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেল থেকে নির্বাচিত অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।