বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫, ২৭ ভাদ্র ১৪৩২

জাকসু নির্বাচন: ওএমআর মেশিন কেনা কোম্পানি বিএনপির, প্রমাণ দিলেন শিবির নেতা

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ১১, ২০২৫, ০৫:১০ পিএম

জাকসু নির্বাচন: ওএমআর মেশিন কেনা কোম্পানি বিএনপির, প্রমাণ দিলেন শিবির নেতা

ছবি - সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে ব্যবহৃত ওএমআর মেশিন ও ব্যালট পেপার বিএনপি সমর্থিত এক ব্যক্তির কোম্পানি থেকে কেনা হয়েছে বলে দাবি করেছেন ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘সমন্বিত শিক্ষার্থী জোট’র জিএস প্রার্থী মো. মাজহারুল ইসলাম। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে তিনি সাংবাদিকদের কাছে এ সংক্রান্ত প্রমাণ তুলে ধরেন।

মাজহারুল ইসলাম বলেন, "ওএমআর মেশিন জামায়াত নেতার প্রতিষ্ঠান থেকে কেনা হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো হচ্ছে। অথচ, এইচআর সফটবিডি নামক প্রতিষ্ঠানের সিইও রোকমনুর জামান রনি একজন বিএনপি সমর্থক।" তিনি আরও বলেন, রোকমনুর জামান রনির ফেসবুক প্রোফাইলে বেগম খালেদা জিয়াসহ বিএনপি নেতাদের সঙ্গে তোলা ছবি এবং জামায়াত বিরোধী পোস্ট দেখা যায়।

 

তিনি বলেন, "ওএমআর মেশিন কোন প্রতিষ্ঠান থেকে কেনা হয়েছে সেটি কোনো বিষয় নয়। এ মেশিনে কোনো ত্রুটি আছে কিনা সেটাই দেখার বিষয়।" তিনি উদাহরণ দিয়ে বলেন, "আমাদের ভিসি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি ছিলেন। তাই বলে কি পুরো বিশ্ববিদ্যালয় বিএনপির হয়ে গেছে?"

এছাড়াও তিনি ছাত্রদল প্যানেলের বিরুদ্ধে কেন্দ্র দখল, বিশৃঙ্খলা সৃষ্টি ও দোষ চাপানোর অভিযোগ করেন। তিনি দাবি করেন, তারা সাংবাদিকসহ নির্বাচনের সঙ্গে যুক্ত সকলের সঙ্গে খারাপ ব্যবহার করেছেন।