বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫, ২৭ ভাদ্র ১৪৩২

সাবেক ভিপি নুরকে দেখতে হাসপাতালে ডাকসুর নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ১১, ২০২৫, ০৭:০১ পিএম

সাবেক ভিপি নুরকে দেখতে হাসপাতালে ডাকসুর নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম

ছবি - সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নবনির্বাচিত ভিপি মো. আবু সাদিক (সাদিক কায়েম) হাসপাতালে গিয়ে ডাকসুর সাবেক ভিপি এবং গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে দেখতে গেছেন।

আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) তিনি হাসপাতালে নুরের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তার শারীরিক অবস্থার খোঁজ নেন।নুরের ওপর সাম্প্রতিক হামলার পর তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

সাদিক কায়েমের সঙ্গে এ সময় নবনির্বাচিত সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) মুহাম্মদ মহিউদ্দিনসহ তাদের প্যানেলের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।