সেপ্টেম্বর ১১, ২০২৫, ০৮:০০ পিএম
দীর্ঘ প্রতীক্ষার পর অনুষ্ঠিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে শুরু হয়ে ভোটগ্রহণ চলে সন্ধ্যা ৭টা পর্যন্ত। এখন চলছে ভোট গণনার কাজ। নির্বাচন কমিশন জানিয়েছে, ভোট গণনা শেষ হলে কয়েক ঘণ্টার মধ্যেই নির্বাচনের ফলাফল প্রাথমিকভাবে ঘোষণা করা হতে পারে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, প্রতিটি কেন্দ্রে রিটার্নিং কর্মকর্তা ও সহকারী কর্মকর্তারা ভোট গণনার দায়িত্বে রয়েছেন। ভোট গণনার পর সব ব্যালট বাক্স নির্বাচন কমিশনের কার্যালয় সিনেট ভবনে নেওয়া হবে, যেখানে চূড়ান্ত ফল ঘোষণা করা হবে।
এবারের জাকসু নির্বাচনে মোট ১১ হাজার ৯১৯ জন ভোটার ছিলেন। ২৫টি পদের বিপরীতে মোট ১৭৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এতে বামপন্থী, শিবির, ছাত্রদল এবং স্বতন্ত্র শিক্ষার্থীদের সমর্থিত মোট ৮টি প্যানেল অংশগ্রহণ করে। তবে ভোট চলাকালীন সময়ে কারচুপির অভিযোগ এনে ছাত্রদল সমর্থিত প্যানেল নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে।
এদিকে, নির্বাচন চলাকালীন ক্যাম্পাসের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অন্তত দেড় হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছিল।