সেপ্টেম্বর ১১, ২০২৫, ১০:৪৭ পিএম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে ৬৭.৯ শতাংশ ভোট পড়েছে। মোট ১১ হাজার ৯১৯ জন ভোটারের মধ্যে ৮ হাজার ১৬ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় ভোটগ্রহণ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হওয়ার পর বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশন সূত্রে এই তথ্য জানা গেছে।
এবারের জাকসু নির্বাচনে ২৫টি পদের বিপরীতে মোট ১৭৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে বামপন্থী, শিবির, ছাত্রদল ও স্বতন্ত্র শিক্ষার্থীদের সমর্থিত মোট আটটি প্যানেল অংশগ্রহণ করে। তবে, ভোট চলাকালীন সময়ে কারচুপির অভিযোগ এনে ছাত্রদল সমর্থিত প্যানেল নির্বাচন বর্জনের ঘোষণা দেয়।
বৃহস্পতিবার বিকেলে মাওলানা ভাসানী হলের গেস্ট রুমে এক সংবাদ সম্মেলনে ছাত্রদল সমর্থিত জিএস প্রার্থী তানজিলা হোসাইন বৈশাখী এই ঘোষণা দেন। পরবর্তীতে সম্প্রীতির ঐক্য, সংশপ্তক পর্ষদ, স্বতন্ত্র অঙ্গীকার পরিষদ এবং পাঁচজন স্বতন্ত্র প্রার্থীও নির্বাচন বর্জনের ঘোষণা দেয়।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন