সেপ্টেম্বর ১১, ২০২৫, ০৮:২৬ পিএম
আজ এশিয়া কাপের নিজেদের প্রথম ম্যাচে হংকংয়ের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এই ম্যাচে টস জিতেছেন বাংলাদেশ দলের অধিনায়ক লিটন দাস।
তিনি টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন এবং হংকংকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন।রাত সাড়ে ৮টায় শুরু হতে যাওয়া এই ম্যাচকে সামনে রেখে দুই দলই তাদের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করেছে।
লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ দল এই ম্যাচের মাধ্যমে এশিয়া কাপে শুভ সূচনা করতে বদ্ধপরিকর।