সেপ্টেম্বর ১১, ২০২৫, ০৬:১৫ পিএম
দীর্ঘ অপেক্ষার পর অবশেষে নিরাপদে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। নেপালে রাজনৈতিক অস্থিরতার কারণে আটকে পড়ার পর আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে বাংলাদেশ বিমানবাহিনীর একটি বিশেষ ফ্লাইটে ঢাকার কুর্মিটোলা সামরিক বিমানবন্দরে অবতরণ করেন জামাল ভূঁইয়া, তপু বর্মণসহ দলের সকল সদস্য। একই ফ্লাইটে বাংলাদেশ-নেপাল ম্যাচ কাভার করতে যাওয়া সংবাদমাধ্যম কর্মীরাও দেশে ফিরেছেন।
গত ৩ সেপ্টেম্বর নেপালে দুটি প্রীতি ম্যাচ খেলতে গিয়েছিল বাংলাদেশ। প্রথম ম্যাচ গোলশূন্য ড্র হওয়ার পর দ্বিতীয় ম্যাচের ঠিক আগের দিন রাজনৈতিক পরিস্থিতি উত্তাল হয়ে ওঠে। দেশটিতে জেন-জিদের দুর্নীতিবিরোধী আন্দোলন সহিংস রূপ ধারণ করলে প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি পদত্যাগ করতে বাধ্য হন। এই সহিংসতায় ৩০ জন নিহত হওয়ার পর নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ হয়ে যায়।
এমন পরিস্থিতিতে বাংলাদেশের দ্বিতীয় প্রীতি ম্যাচটি বাতিল হয়ে যায় এবং পুরো দলকে হোটেলেই আটকে থাকতে হয়। গত মঙ্গলবার তাদের দেশে ফেরার কথা থাকলেও বিমানবন্দর বন্ধ থাকায় তা সম্ভব হয়নি। গতকাল সন্ধ্যার পর বিমানবন্দর খুলে দেওয়া হলে আজ বিশেষ ফ্লাইটে খেলোয়াড়, কোচ, স্টাফ ও সংবাদকর্মীদের নিয়ে তারা নিরাপদে দেশে ফিরে আসেন।