রিশাদ হোসেন
সেপ্টেম্বর ১১, ২০২৫, ০৭:৫৩ পিএম
ছবি-দিনাজপুর টিভি
দিনাজপুরের খানসামা উপজেলায় মাদক সেবন ও মাদক রাখার অপরাধে হাবিল (৪৫) নামে এক ব্যক্তিকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই সাজা দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান সরকার।
আটক হাবিল খানসামা উপজেলার আঙ্গারপাড়া গ্রামের বাসিন্দা। গোপন সংবাদের ভিত্তিতে আঙ্গারপাড়া ইউনিয়নের চৌরঙ্গী মুসাহার পাড়া এলাকায় অভিযান চালিয়ে ৫০ গ্রাম গাঁজাসহ তাকে আটক করে পুলিশ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান সরকার জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়মিত অভিযানের মাধ্যমে অপরাধীদের আইনের আওতায় আনছে। তিনি মাদক, জুয়া বা অন্য যেকোনো অপরাধ প্রতিরোধে সকলের সহযোগিতা চেয়েছেন।