বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫, ২৭ ভাদ্র ১৪৩২

বীরগঞ্জে ৪টি ইউনিয়ন বাল্যবিবাহ ও ১টি শিশুশ্রম মুক্ত ঘোষণা

ফরহাদ হোসেন

সেপ্টেম্বর ১১, ২০২৫, ০৬:৫৫ পিএম

বীরগঞ্জে ৪টি ইউনিয়ন বাল্যবিবাহ ও ১টি শিশুশ্রম মুক্ত ঘোষণা

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় "আমার ইউনিয়ন আমার দায়িত্ব, শিশুর জীবন হোক বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত" এই প্রতিপাদ্যকে সামনে রেখে চারটি ইউনিয়নকে বাল্যবিবাহ এবং একটি ইউনিয়নকে শিশুশ্রম মুক্ত হিসেবে ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে উপজেলা মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তর, উপজেলা প্রশাসন ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বীরগঞ্জ এপি'র সহযোগিতায় শালবন কমিউনিটি সেন্টার মিলনায়তনে এই ঘোষণা দেওয়া হয়। বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার তানভীর আহমেদ।

এ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার তানভীর আহমেদ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। তিনি বলেন, এই ঘোষণার মাধ্যমে সমাজে একটি ইতিবাচক পরিবর্তন আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে শিশুরা নিরাপদ ও সুরক্ষিত পরিবেশে বেড়ে ওঠার সুযোগ পাবে।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিবেদিতা দাস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল গফুর, ওয়ার্ল্ড ভিশনের ডেপুটি ডিরেক্টর (ফিল্ড অপারেশনস) জেনি মিলড্রেড ডি ক্রুজ, সিনিয়র ডিরেক্টর (অপারেশনস) চন্দন জেড গমেজসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা জানান, ওয়ার্ল্ড ভিশনের পক্ষ থেকে চারটি ইউনিয়নের ১৯,১০৩ জন কিশোর-কিশোরীকে সচেতন করা হয়েছে। তারা আরও জানান, ২০২৭ সালের মধ্যে পুরো উপজেলাকে বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত হিসেবে ঘোষণা করার লক্ষ্য রয়েছে। এই লক্ষ্য বাস্তবায়নে সবাই একসঙ্গে কাজ করে যাচ্ছে।

এ সময় অনুষ্ঠানে মোহনপুর, সুজালপুর, নিজপাড়া এবং পাল্টাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।