সেপ্টেম্বর ১১, ২০২৫, ০৭:৪২ পিএম
দেশের মেডিকেল কলেজগুলোতে শিক্ষার গুণগত মান বাড়ানোর লক্ষ্যে অবসরপ্রাপ্ত শিক্ষকদের পুনরায় ফিরিয়ে আনার বিষয়ে চিন্তাভাবনা করছে সরকার। এ বিষয়ে বিস্তারিত তথ্য দ্রুতই স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে জানানো হবে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য নিশ্চিত করেন।
প্রেস সচিব জানান, দেশের বিভিন্ন মেডিকেল কলেজে কিছু কিছু বিষয়ে গুণগত মানসম্পন্ন শিক্ষকের স্বল্পতা রয়েছে। এই সংকট কাটিয়ে উঠতে এবং শিক্ষার্থীদের উন্নত মানের চিকিৎসা শিক্ষা প্রদানের বিষয়ে আজ প্রধান উপদেষ্টার কার্যালয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় অবসরপ্রাপ্ত শিক্ষকদের পরামর্শ গ্রহণ অথবা অন্য কোনো উপায়ে তাদের ফিরিয়ে আনার বিষয়ে আলোচনা এবং কিছু নির্দেশনা ও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শফিকুল আলম আরও বলেন, মেডিকেল কলেজগুলোতে যেসব বিষয়ে শিক্ষকের ঘাটতি রয়েছে, সেই সংকট দূর করতে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। এ বিষয়ে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে বিস্তারিত জানানো হবে বলেও তিনি উল্লেখ করেন।