সেপ্টেম্বর ১১, ২০২৫, ০৭:২৯ পিএম
ব্লুটুথ ও তারযুক্ত হেডফোন এবং ডেটা ক্যাবল উৎপাদনের জন্য চট্টগ্রামের ইপিজেডে একটি নতুন কারখানা স্থাপন করতে যাচ্ছে চীনা মালিকানাধীন প্রতিষ্ঠান ডিরেকশন টেকনোলজি (বাংলাদেশ) কোম্পানি লিমিটেড। এই লক্ষ্য অর্জনে প্রতিষ্ঠানটি বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) সঙ্গে একটি বিনিয়োগ চুক্তি স্বাক্ষর করেছে।
বেপজার জনসংযোগ বিভাগের এক বিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানা গেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই প্রকল্পে চীনা প্রতিষ্ঠানটি মোট ৩০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৫ কোটি টাকা, বিনিয়োগ করছে। এই বিনিয়োগের মাধ্যমে প্রতিষ্ঠিত কারখানাটি অত্যাধুনিক প্রযুক্তিতে হেডফোন ও ডেটা ক্যাবল উৎপাদন করবে। এই প্রকল্পের ফলে ৪৭৮ জন স্থানীয় কর্মীর সরাসরি কর্মসংস্থান সৃষ্টি হবে। এর মধ্যে বেশিরভাগই হবেন কারিগরি প্রশিক্ষণপ্রাপ্ত শ্রমিক, যা দেশের দক্ষ মানবসম্পদ উন্নয়নেও ইতিবাচক ভূমিকা রাখবে।
এই নতুন প্রকল্পকে বাংলাদেশের ঐতিহ্যগত পোশাক শিল্পনির্ভর রপ্তানি খাতকে বৈচিত্র্যময় করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে। হেডফোন ও ডেটা ক্যাবলের মতো উচ্চমূল্য সংযোজনযুক্ত প্রযুক্তিপণ্য উৎপাদনের মাধ্যমে ইপিজেডে ইলেকট্রনিক্স শিল্পের একটি নতুন দিক উন্মোচিত হবে। চুক্তি অনুযায়ী, ডিরেকশন টেকনোলজি আগামী ছয় মাসের মধ্যে কারখানার নির্মাণকাজ শুরু করবে এবং ২০২৬ সালের প্রথম প্রান্তিকে উৎপাদনে যাওয়ার পরিকল্পনা রয়েছে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান বলেন, “বাংলাদেশ এখন শুধু পোশাক খাতেই নয়, প্রযুক্তিভিত্তিক শিল্পায়নের দিকেও এগিয়ে যাচ্ছে। ডিরেকশন টেকনোলজির এই বিনিয়োগ রপ্তানি পণ্যের বহুমুখীকরণে বেপজার প্রতিশ্রুতির প্রতিফলন।” তিনি প্রতিষ্ঠানটিকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন এবং শতভাগ কমপ্লায়েন্স মেনে চলার আহ্বান জানান।