সেপ্টেম্বর ১১, ২০২৫, ০৭:২৪ পিএম
দীর্ঘ ৩৩ বছর পর অনুষ্ঠিত হওয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে মীর মশাররফ হোসেন হলকেন্দ্রে প্রায় ৬৭ শতাংশ ভোট পড়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকেল ৫টায় ভোটগ্রহণ শেষ হয়েছে। হলটির নির্বাচন কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন।
কর্মকর্তাদের দেওয়া তথ্যমতে, মীর মশাররফ হোসেন হলে মোট ভোটার ৪৬৪ জন, যার মধ্যে ৩১০ জন ভোট দিয়েছেন। সেই হিসেবে ভোট পড়ার হার প্রায় ৬৭ শতাংশ।
বিশ্ববিদ্যালয়ের ২১টি আবাসিক হলে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। যদিও বিকেল ৫টায় ভোটগ্রহণ শেষ হওয়ার কথা ছিল, তবে তাজউদ্দীন হল ও কাজী নজরুল ইসলাম হলে নির্ধারিত সময়ের পরও ভোটারদের দীর্ঘ সারি দেখা গেছে। নির্বাচন কর্মকর্তারা জানিয়েছেন, লাইনে থাকা সব ভোটারের ভোট দেওয়া শেষ না হওয়া পর্যন্ত ভোটগ্রহণ চলবে।
জাকসু নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটগ্রহণ শেষে সব হল কেন্দ্র থেকে ব্যালট বাক্স নির্বাচন কমিশনের কার্যালয় সিনেট ভবনে নেওয়া হবে। সেখানে গণনা শেষে রাতেই চূড়ান্ত ফল প্রকাশ করা হবে।
এবারের নির্বাচনে মোট ১১ হাজার ৮৯৭ জন শিক্ষার্থী ভোটাধিকার প্রয়োগ করেছেন। এর মধ্যে ছাত্র ৬ হাজার ১১৫ জন এবং ছাত্রী ৫ হাজার ৭২৮ জন। কেন্দ্রীয় ও হল সংসদের জন্য প্রায় ৫৪৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ২১টি কেন্দ্রে ২২৪টি বুথ স্থাপন করা হয়েছে।