সেপ্টেম্বর ১১, ২০২৫, ০৭:৩৬ পিএম
নেপালে চলমান জেন-জি আন্দোলনের সুযোগ নিয়ে ঝাপা জেলার বিভিন্ন কারাগার ও পুলিশ পোস্ট থেকে ৯২ জন বন্দি পালিয়ে গেছে। ঘটনার পর থেকে তাদের আর কোনো খোঁজ পাওয়া যায়নি এবং তারা এখনো আত্মগোপনে রয়েছে বলে জানা গেছে। ঝাপা জেলা পুলিশ কার্যালয় থেকে জানানো হয়েছে, গত ৯ সেপ্টেম্বরের ঘটনার পর থেকে তাদের কারও সঙ্গেই যোগাযোগ করা সম্ভব হয়নি।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, পলাতকদের মধ্যে আনারমানি এলাকা পুলিশ কার্যালয় থেকে ৩৬ জন, দামাক এলাকা পুলিশ কার্যালয় থেকে ৫১ জন এবং ঝিলমিল এলাকা পুলিশ কার্যালয় থেকে ৫ জন পালিয়েছে। জেলা পুলিশ কার্যালয়ের মুখপাত্র খগেন্দ্র বাহাদুর খড়কা বলেন, পলাতকদের খুঁজে বের করতে তল্লাশি অভিযান চলছে।
উল্লেখ্য, বিক্ষোভকারীরা ওইদিন দামাক, ঝিলমিল ও কাকাডভিট্টার পুলিশ কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালিয়েছিল। তবে এর আগেই নেপালি সেনা অভিযানে বিক্ষোভকারীদের দখলকৃত অস্ত্রগুলো ওইসব এলাকার পুলিশ কার্যালয় থেকে উদ্ধার করা হয়।