বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫, ২৭ ভাদ্র ১৪৩২

নবাব সলিমুল্লাহর কবর জিয়ারত করলেন ডাকসুর নবনির্বাচিত শিবির নেতারা

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ১১, ২০২৫, ০৫:২০ পিএম

নবাব সলিমুল্লাহর কবর জিয়ারত করলেন ডাকসুর নবনির্বাচিত শিবির নেতারা

ছবি - সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রতিষ্ঠার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা ঢাকার চতুর্থ নবাব স্যার সলিমুল্লাহর কবর জিয়ারত করেছেন ডাকসু নির্বাচনে বিজয়ী ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’-এর নেতারা। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে তারা এই কর্মসূচি পালন করেন।

ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বপ্নদ্রষ্টা এবং এই ভূখণ্ডের রাজনৈতিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক আজাদী আন্দোলনের অগ্রপথিক নবাব সলিমুল্লাহর কবর জিয়ারত করেছে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট থেকে নির্বাচিত ডাকসু নেতৃবৃন্দ।”

এর আগে, নবনির্বাচিত নেতারা রাজধানীর রায়েরবাজারে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারত করেন। এই কর্মসূচিগুলোর মাধ্যমে তারা তাদের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছেন।