বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫, ২৭ ভাদ্র ১৪৩২

সর্বকালের সেরা ফুটবলারের’ স্বীকৃতি পেলেন রোনালদো

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ১১, ২০২৫, ০৬:৫৪ পিএম

সর্বকালের সেরা ফুটবলারের’ স্বীকৃতি পেলেন রোনালদো

ছবি - সংগৃহীত

ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ট্রফি বিশ্বকাপ ছাড়া ক্রিস্টিয়ানো রোনালদোর শোকেসে সব ধরনের শিরোপাই শোভা পাচ্ছে। ৪০ বছর বয়সেও তিনি ২০২৬ বিশ্বকাপের সেই আজন্ম স্বপ্ন পূরণের জন্য ছুটছেন। তবে এই স্বপ্নের আগে তার নামের পাশে যোগ হলো আরও একটি সম্মাননা। গতকাল পর্তুগালের সর্বোচ্চ ফুটবল লিগ, লিগা পর্তুগাল, তাকে 'সর্বকালের সেরা ফুটবলার' হিসেবে স্বীকৃতি দিয়েছে। দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে ফুটবল বিশ্বে অসাধারণ সব স্মৃতি উপহার দেওয়ার জন্য এই সম্মাননা দেওয়া হয়েছে।

লিগা পর্তুগাল কর্তৃপক্ষ এক বিবৃতিতে লিখেছে, "রোনালদো লক্ষ লক্ষ মানুষের আদর্শ, যে একটি পুরো যুগকে সংজ্ঞায়িত করেছে। সে বিশ্ব ফুটবলে এক অমলিন পদচিহ্ন এঁকেছে। ব্যক্তিগত রেকর্ড, শিরোপা এবং গণমাধ্যমে প্রভাব তৈরির মাধ্যমে এমন এক উত্তরাধিকার তৈরি করেছে, যা তাকে সর্বকালের সেরা হিসেবে স্থান দেয়।"

এই অনুষ্ঠানে রোনালদো সশরীরে উপস্থিত থাকতে পারেননি। তবে পুরস্কার গ্রহণের পর তিনি একটি ভিডিও বার্তা পাঠিয়েছেন। পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা বলেন, "সর্বকালের সেরা খেলোয়াড়ের পুরস্কার দেওয়ায় লিগ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। দেশের হয়ে এই পুরস্কার জেতা আমার জন্য বিশাল সম্মানের। অবিশ্বাস্য ট্রফি জয়ের পথে আমার পুরো ক্যারিয়ারে সহায়তা করা সতীর্থ ও কোচদের ধন্যবাদ জানাই।"

আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ ম্যাচ (২২৩টি) এবং সর্বোচ্চ গোলের (১৪১টি) রেকর্ড রোনালদোর দখলে। সম্প্রতি বিশ্বকাপ বাছাইপর্বে হাঙ্গেরির বিপক্ষে ৩-২ ব্যবধানে জয়ের ম্যাচে এক গোল করে তিনি এই প্রতিযোগিতায় যৌথভাবে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন। বর্তমানে তার গোল সংখ্যা ৩৯, যা গুয়েতেমালার কার্লোস রুইজের সমান। রুইজকে ছাড়িয়ে এককভাবে এই রেকর্ডের মালিক হওয়া এখন শুধু সময়ের অপেক্ষা।