বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫, ২৭ ভাদ্র ১৪৩২

বাংলাদেশের এশিয়া কাপ মিশন শুরু আজ: প্রতিপক্ষ হংকং

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ১১, ২০২৫, ১০:২৮ এএম

বাংলাদেশের এশিয়া কাপ মিশন শুরু আজ: প্রতিপক্ষ হংকং

ছবি - সংগৃহীত

বাংলাদেশ আজ (১১ সেপ্টেম্বর) আবুধাবিতে হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের যাত্রা শুরু করছে। ২০১৪ সালের তিক্ত স্মৃতি ভুলে এই ম্যাচে জয় তুলে নিতে চায় লিটন দাসের দল।২০২৫ সালের টি-টোয়েন্টি এশিয়া কাপ শুরু হয়েছে ৯ সেপ্টেম্বর, আর বাংলাদেশ তাদের মিশন শুরু করছে আজ, ১১ সেপ্টেম্বর। আবুধাবিতে গ্রুপ-বি ম্যাচে হংকংয়ের বিপক্ষে খেলতে নামছে লিটন দাসের দল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়।

টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ জিতে দারুণ আত্মবিশ্বাসী বাংলাদেশ। দলের ব্যাটিং ও বোলিং—উভয় বিভাগেই এখন দারুণ ভারসাম্য দেখা যাচ্ছে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ব্যাটাররা আক্রমণাত্মক মানসিকতা দেখাচ্ছেন, আর পেস আক্রমণও বেশ শক্তিশালী হয়ে উঠেছে।

যদিও বাংলাদেশ ফেভারিট হিসেবে মাঠে নামছে, ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের স্মৃতি এখনো তাড়া করে। সেই বিশ্বকাপে চট্টগ্রামে বাংলাদেশকে ২ উইকেটে হারিয়েছিল হংকং, যা এশিয়ার ক্রিকেট ইতিহাসে একটি বড় অঘটন হিসেবে বিবেচিত হয়। হংকংয়ের বর্তমান স্কোয়াডেও সেই দলের দুজন খেলোয়াড় আছেন, যারা নতুনদের অনুপ্রাণিত করতে পারেন।

আবুধাবির কন্ডিশন সাধারণত বোলারদের সহায়তা করে, তবে পরে ব্যাটারদের জন্য সহজ হয়ে যায়। শিশিরের প্রভাবও ম্যাচের ফলাফলে গুরুত্বপূর্ণ হতে পারে, তাই টস জেতাটা উভয় দলের জন্যই জরুরি।

বাংলাদেশ দল এবার অনেক বেশি গোছানো এবং ছন্দে রয়েছে। তাই প্রত্যাশিতভাবেই তারা জয়ের জন্য মরিয়া। হংকংয়ের বিপক্ষে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করতে পারলে তা লিটন দাস এবং তার দলের জন্য বড় আত্মবিশ্বাস বয়ে আনবে।