বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫, ২৭ ভাদ্র ১৪৩২

অসঙ্গতি আছে, তবে নির্বাচন সুষ্ঠু হলে ফল মেনে নেব: শিবিরের ভিপি প্রার্থী

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ১১, ২০২৫, ০১:৪১ পিএম

অসঙ্গতি আছে, তবে নির্বাচন সুষ্ঠু হলে ফল মেনে নেব: শিবিরের ভিপি প্রার্থী

ছবি - সংগৃহীত

দীর্ঘ ৩৩ বছর পর আজ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচন শুরু হওয়ার পরপরই এতে বিভিন্ন অসঙ্গতির অভিযোগ তুলেছেন ছাত্রশিবির সমর্থিত ‘সমন্বিত শিক্ষার্থী জোট’ প্যানেলের সহ-সভাপতি (ভিপি) প্রার্থী আরিফুল্লাহ আদিব।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে মীর মশাররফ হোসেন হলে নিজের ভোটপ্রদানের পর সাংবাদিকদের কাছে তিনি এসব অভিযোগ করেন।

আরিফুল্লাহ আদিব বলেন, "জাকসু নির্বাচন ঘিরে বিভিন্ন অসঙ্গতি লক্ষ্য করছি। সাবেক শিক্ষার্থীদের নিয়ম বহির্ভূত আনাগোনা দেখা যাচ্ছে। কিছু হলে অতিরিক্ত ব্যালট পেপার পাঠানো হয়েছে, যা পূর্বে নেওয়া সিদ্ধান্তের পরিপন্থী।"

তিনি বিশেষভাবে সালাম-বরকত হলের কথা উল্লেখ করে বলেন, "সেখানে ১০১টি অতিরিক্ত ব্যালটের কোনো যৌক্তিক ব্যাখ্যা প্রশাসন দিতে পারেনি। তবে আমাদের আশা, দ্রুত এই অসঙ্গতিগুলো দূর করা হবে। অবাধ ও সুষ্ঠু ভোট হলে আমরা ফল মেনে নেব।"

এই ভিপি প্রার্থী আরও বলেন, "ডোপ টেস্টের রেজাল্ট এখনও প্রকাশ করা হয়নি, যা দ্রুত প্রকাশ করা উচিত। সুষ্ঠু ভোট হলে আমাদের পূর্ণাঙ্গ প্যানেলই জয়লাভ করবে।"

উল্লেখ্য, এবারের নির্বাচনে মোট ভোটার ১১ হাজার ৭৪৭ জন। বিভিন্ন পদে মোট ১৭৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিশ্ববিদ্যালয়ের ২১টি হলের ২২৪টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।