সেপ্টেম্বর ১১, ২০২৫, ০২:১৯ পিএম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে একযোগে ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোট শুরুর পর থেকে বিভিন্ন হলে শিক্ষার্থীদের উপস্থিতি ধীরে ধীরে বাড়ছে। তবে বৃষ্টির কারণে কিছু কেন্দ্রে ভোটারের উপস্থিতি তুলনামূলক কম দেখা গেছে।
ভোটগ্রহণের প্রথম এক ঘণ্টা দশ মিনিটে ১০ নম্বর ছাত্র হলে মাত্র ৭ জন শিক্ষার্থী ভোট দিয়েছেন। এ বিষয়ে হলটির প্রাধ্যক্ষ রেজাউল রকিব বলেন, “অনেকে ভোট দেওয়ার জন্য সারিতে অপেক্ষা করছেন। আশা করি, ধীরে ধীরে ভোটারের উপস্থিতি বাড়বে।”আ ফ ম কামালউদ্দিন হলে প্রথম এক ঘণ্টায় ভোট দিয়েছেন ২৯ জন। এই হলের রিটার্নিং কর্মকর্তা শিবলী নোমান জানান, এই হলে মোট ভোটার সংখ্যা ৩৩৩ জন।
অন্যদিকে, শহীদ সালাম বরকত হলে মোট ২৯৯ জন ভোটারের মধ্যে প্রথম এক ঘণ্টায় ২০ জন ভোট দিয়েছেন। এই তথ্য জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা এস এম এ মওদুদ আহমেদ।শহীদ তাজউদ্দীন আহমদ হলে সকাল ১০টা ৪৫ মিনিট পর্যন্ত মোট ১২০টি ভোট পড়েছে। এই হলে মোট ভোটার সংখ্যা ৯৪৭ জন। তথ্যটি নিশ্চিত করেছেন রিটার্নিং কর্মকর্তা আলমগীর কবির।
ছাত্রীদের মধ্যে ১৫ নম্বর ছাত্রী হলে প্রথম দেড় ঘণ্টায় ১০০ জন শিক্ষার্থী তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। হলটিতে মোট ভোটার সংখ্যা ৫৭১। এই তথ্য জানিয়েছেন প্রাধ্যক্ষ শামীমা নাছরিন জলি।
নির্বাচন কর্তৃপক্ষ জানিয়েছে, ভোটগ্রহণ বিকেল ৫টা পর্যন্ত চলবে।