সেপ্টেম্বর ১২, ২০২৫, ১০:৪৩ এএম
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অধিকৃত পশ্চিম তীরে এক অনুষ্ঠানে স্পষ্ট ঘোষণা দিয়েছেন যে, ‘কোনো ফিলিস্তিনি রাষ্ট্র থাকবে না।’ এই মন্তব্যটি তিনি মাআলে আদুমিমে একটি বড় ধরনের বসতি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে করেছেন, যা সরাসরি তার কার্যালয় থেকে সম্প্রচারিত হয়। মাআলে আদুমিম জেরুজালেমের পূর্ব দিকে অবস্থিত একটি ইসরায়েলি বসতি।
নেতানিয়াহু বলেন, "আমরা আমাদের প্রতিশ্রুতি রক্ষা করতে যাচ্ছি, কোনো ফিলিস্তিনি রাষ্ট্র থাকবে না। এই স্থান আমাদের।" তিনি আরও যোগ করেন, "আমরা আমাদের ঐতিহ্য, আমাদের জমি এবং আমাদের নিরাপত্তা রক্ষা করব... আমরা এই শহরের জনসংখ্যা দ্বিগুণ করব।"
ইসরায়েল বহু বছর ধরে ‘ই১’ নামে পরিচিত একটি ১২ বর্গ কিলোমিটারের এলাকায় নতুন বসতি নির্মাণের পরিকল্পনা করছে। তবে আন্তর্জাতিক বিরোধিতার কারণে এই পরিকল্পনা দীর্ঘদিন ধরে স্থগিত ছিল। সম্প্রতি ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোত্রিচ এই এলাকায় প্রায় ৩ হাজার ৪০০টি বাড়ি নির্মাণের পরিকল্পনাকে সমর্থন জানান, যা জেরুজালেম ও মাআলে আদুমিমের মধ্যবর্তী সংবেদনশীল অঞ্চলে অবস্থিত। এই ঘোষণার পর জাতিসংঘসহ আন্তর্জাতিক মহল থেকে তীব্র নিন্দা আসে। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, এই বসতি প্রকল্প পশ্চিম তীরকে কার্যত দুই ভাগে ভাগ করে দেবে এবং একটি সংযুক্ত ফিলিস্তিনি রাষ্ট্রের জন্য "অস্তিত্বগত হুমকি" তৈরি করবে।
আন্তর্জাতিক আইন অনুযায়ী, ১৯৬৭ সাল থেকে ইসরায়েলের দখলে থাকা পশ্চিম তীরের সব বসতি অবৈধ। এদিকে, গাজার যুদ্ধবিরতি না হলে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে ব্রিটেন ও ফ্রান্সসহ কয়েকটি পশ্চিমা দেশ জাতিসংঘে একটি প্রস্তাব আনার কথা জানিয়েছে।