সেপ্টেম্বর ১৪, ২০২৫, ১০:৪০ পিএম
ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম মন্তব্য করেছেন যে, বিএনপি আজ হোক কিংবা কাল হোক সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে নির্বাচন দাবি করবে। রোববার (১৪ সেপ্টেম্বর) বরিশালে আয়োজিত এক গণসমাবেশে তিনি এসব কথা বলেন।
গণসমাবেশের প্রধান আলোচ্য বিষয়:
-
রাষ্ট্র সংস্কার ও বিচার: মুফতি ফয়জুল করীম অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন, কোনো এক দিকে না ঝুঁকে প্রয়োজনীয় সংস্কার এবং দৃশ্যমান বিচার ছাড়া নির্বাচন না দিতে। তিনি বলেন, “যদি বিচার ব্যতীত নির্বাচন দেন তাহলে অবশ্যই জনগণের কাঠগড়ায় দাঁড়াতে হবে।”
-
নির্বাচন কমিশন: তিনি নির্বাচন কমিশনকে 'সংবিধানবিহীন' উল্লেখ করে বলেন, “যেহেতু নির্বাচন কমিশন সংবিধানবিহীন তাই পিআরও পদ্ধতিও সংবিধানবিহীন হওয়া উচিত। সংস্কার, বিচার করে পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে।”
-
ইসলামিক দলগুলোকে সুযোগ: তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামিক দলগুলোকে নির্বাচিত করে একবার পরীক্ষা করার জন্য জনগণের প্রতি অনুরোধ জানান।
বরিশাল নগরীর সদর রোডে অশ্বিনী কুমার হলের সামনে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা ও মহানগর এই গণসমাবেশের আয়োজন করে। এতে দলের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন।