সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ৩০ ভাদ্র ১৪৩২

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার তেল শোধনাগারে আগুন

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ১৪, ২০২৫, ১১:১৫ পিএম

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার তেল শোধনাগারে আগুন

শনিবার (১৩ সেপ্টেম্বর) গভীর রাতে ইউক্রেন ৩৬১টি ড্রোন ব্যবহার করে রাশিয়ার ভূখণ্ডে ব্যাপক পাল্টা হামলা চালিয়েছে। এই হামলার প্রধান লক্ষ্য ছিল কিরিশি তেল শোধনাগার, যা দেশের অন্যতম বৃহত্তম তেল পরিশোধন কেন্দ্র। রুশ কর্মকর্তারা হামলার কারণে শোধনাগারটিতে অগ্নিকাণ্ডের খবর নিশ্চিত করেছেন, যদিও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সবগুলো ড্রোন ভূপাতিত করেছে। এর সঙ্গে ৪টি গাইডেড বোমা এবং একটি যুক্তরাষ্ট্রনির্মিত হিমার্স ক্ষেপণাস্ত্রও ধ্বংস করা হয়েছে।

এদিকে, লেনিনগ্রাদ অঞ্চলের গভর্নর আলেকজান্ডার দ্রোজদেনকো জানিয়েছেন, কিরিশি এলাকায় অন্তত ৩টি ড্রোন ভূপাতিত হয় এবং সেগুলোর ধ্বংসাবশেষে আগুন ধরে গিয়েছিল, যা দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

অন্যদিকে, ইউক্রেনের ড্রোন কমান্ড এই হামলাকে একটি 'সফল আঘাত' হিসেবে বর্ণনা করেছে। কিরিশি শোধনাগারটি রাশিয়ার মোট তেল উৎপাদনের প্রায় ৬.৪ শতাংশ পরিশোধন করে থাকে। তাই এই স্থাপনাকে একটি কৌশলগত লক্ষ্যবস্তু হিসেবে দেখা হচ্ছে।

ইউক্রেনীয় ড্রোনগুলো ন্যাটো সদস্য দেশ পোল্যান্ড এবং রোমানিয়ার আকাশসীমাতেও প্রবেশ করেছে বলে খবর পাওয়া গেছে। এই পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার ওপর অতিরিক্ত জ্বালানি নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছেন। তবে এর জন্য সব ন্যাটো সদস্যকে রুশ তেল কেনা বন্ধ করার শর্ত দিয়েছেন তিনি।

ইউরোপীয় ইউনিয়ন ইতিমধ্যেই ২০২৮ সালের মধ্যে রুশ তেল ও গ্যাস আমদানি বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছে। কিন্তু যুক্তরাষ্ট্র চাইছে, ইউরোপ এই প্রক্রিয়া আরও দ্রুত করুক।